Speaker Om Birla: ‘‘মতাদর্শ আলাদা হতে পারে, দেশের স্বার্থ সবার ঊর্ধ্বে’’, বললেন লোকসভার অধ্যক্ষ

Khagen Murmu, Khagen, Murmu, BJP, lok sabha speaker, lok sabha speaker, suvendu adhikari, madhyom, Bengali news, bangla news, news in Bengali, bangla khabar

মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘মতাদর্শ আলাদা হতে পারে, দেশের স্বার্থ সবার ঊর্ধ্বে’’, এমনই কথা বলতে শোনা গেল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে (Speaker Om Birla)। প্রসঙ্গত, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহীত হয় ভারতের সংবিধান। আজ সোমবার ২৫ নভেম্বর শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। এদিন ওম বিড়লা (Speaker Om Birla) বলেন, ‘‘সংবিধান দিবস থেকে আমাদের প্রত্যেককে প্রেরণা নিতে হবে এবং সেভাবেই বিতর্ক এবং আলোচনায় অংশগ্রহণ করতে হবে।’’ ভাষা, ধর্ম ভেদে যে যে পার্থক্য দেখা যায় সংসদে, সেগুলিই গণতন্ত্রকে মজবুত করে বলে মন্তব্য করেন ওম বিড়লা (Om Birla)।

দেশের প্রাচীন যে কোনও প্রথা বা রীতি থেকেও আমরা প্রেরণা নিতে পারি

তিনি (Speaker Om Birla) আরও বলেন, ‘‘দেশের প্রাচীন যে কোনও প্রথা বা রীতি থেকেও আমরা প্রেরণা নিতে পারি। সংসদের উভয় কক্ষে বিতর্ক করার জন্য আমাদের মধ্যে মতামতের পার্থক্য থাকতেই পারে। কিন্তু আমরা সকলে এক হয়েছি দেশের কাজ করার জন্য।’’

আমরা সর্বদাই সংবিধানের প্রতি দায়বদ্ধ

এদিন ওম বিড়লা (Speaker Om Birla) নিজের পূর্বসূরিদেরও কথা উল্লেখ করেন এবং তিনি জানান, তাঁর পূর্বসূরিরা প্রত্যেকেই সংবিধানের প্রতি অত্যন্ত দায়বদ্ধ ছিলেন এবং সংবিধানের নির্দেশ মেনেই তাঁরা কাজ করেছেন। তিনি বলেন, ‘‘আমরা সর্বদাই সংবিধানের প্রতি দায়বদ্ধ এবং সংবিধানের নির্দেশ মেনেই আমরা কাজ করি। কোনও সরকার অথবা কোনও রাজনৈতিক দলই, গণতন্ত্রের এই মহান আদর্শকে শেষ করতে পারবে না। নানা সময়ে সংবিধানের সংশোধন হয়েছে কিন্তু তারপরেও মজবুত থেকেছে জনগণের অধিকার।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share