JEE Advanced 2025: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হবে ১৮ মে, নিয়মে এল কোন বড় বদল?

JEE_Advanced_2025

মাধ্যম নিউজ ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড ২০২৫ পরীক্ষার নিয়মের বদল নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। কারা পরীক্ষায় (JEE Advanced 2025) বসতে পারবেন, আর কারা পারবেন না তার গাইড লাইন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এই আবহের মাঝে এবার জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড ২০২৫ পরীক্ষার সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে কানপুর আইআইটি (Kanpur IIT)।  

কবে পরীক্ষা? (JEE Advanced 2025)

জানা গিয়েছে, আগামী বছরের ১৮ মে রবিবার আয়োজিত হতে চলেছে এই পরীক্ষা। যে সমস্ত প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্সের (JEE Advanced 2025) অফিসিয়াল পোর্টাল থেকে এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তারা jeedv.ac.in ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন এবং পরীক্ষার সূচি ছাড়াও অ্যাডমিট কার্ড  ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকেই। গত বছর ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা আয়োজিত হয়েছিল ২৬ মে। এবার প্রায় এক সপ্তাহ আগে আয়োজিত হবে এই পরীক্ষা।

আরও পড়ুন: দ্রুত নামবে পারদ! মাঝ-ডিসেম্বর থেকেই শীতের ঝোড়ো ব্যাটিং, বলছে পূর্বাভাস

দুটি শিফটে হবে এই পরীক্ষা

আগামী ১৮ মে ২০২৫ তারিখে মোট দুটি শিফটে (JEE Advanced 2025) আয়োজিত হবে এই পরীক্ষা। প্রথম শিফট সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বেলা ১২টা পর্যন্ত। পরের শিফট আয়োজিত হবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত কিছুই জানতে পারবেন পরীক্ষার্থীরা। এমনকী, নিয়মিত আপডেট পেতে হলে নজর রাখতে হবে ওয়েবসাইটে।

পরীক্ষার নিয়মে কী বদল হল?

কিছুদিন আগেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (JEE Advanced 2025) পক্ষ থেকে জানানো হয়েছে যে এবারের পরীক্ষার নিয়মে কিছু বদল আসবে। এর আগে পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নিয়মে দু’বারের বদলে তিন বার এই পরীক্ষায় বসার ছাড়পত্র পেতেন পরীক্ষার্থীরা। তবে এবার থেকে আর তিনবার সুযোগ পাওয়া যাবে না, পুরনো সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বোর্ড। ফলে তৃতীয়বারের জন্য যারা বসতে চাইছিলেন ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় তাদের জন্য হতাশাজনক খবর। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০১৩ সালের আগের সমস্ত নিয়মই পুনঃস্থাপিত হচ্ছে। ২০০০ সালের ১ অক্টোবর তারিখের আগে যে সকল প্রার্থীর জন্ম তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন না, তবে সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের জন্য অতিরিক্ত ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share