মাধ্যম নিউজ ডেস্ক: মাস্ক-এর বাজিমাত। রেকর্ড গড়ে বিশ্বের প্রথম ধনকুবের হিসেবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হলেন ইলন মাস্ক (Elon Musk)। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় ব্যবসায়িক ক্ষেত্রে বিরাট সুবিধা পেয়েছেন টেসলা কর্তা। গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ।
ট্রাম্প আসতেই টেসলার টেক্কা
ট্রাম্প ক্ষমতায় আসতেই পোয়াবারো ইলন মাস্কের (Elon Musk)। ব্লুমবার্গের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে ৪৪০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে ইলন মাস্কের কাছে। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা দাঁড়ায় ৩৮ লক্ষ কোটি টাকার কাছাকাছি। ইলন মাস্কের মালিকানাধীন টেসলা এবং স্পেসএক্স, দুই সংস্থাই সম্প্রতি বিরাট লাভের মুখ দেখেছে। এর মধ্যে টেসলার স্টকের দাম বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। তার জেরেই লাফিয়ে বেড়েছে মার্কিন এই ধনকুবেরের সম্পত্তির পরিমাণ। বিশ্লেষকদের মতে, টেসলার এই উত্থানের নেপথ্যে রয়েছে দুটি কারণ। প্রথমত, হবু মার্কিন প্রেসিডেন্ট রোবটচালিত গাড়ির পক্ষে সওয়াল করবেন। পাশাপাশি টেসলার প্রতিদ্বন্দ্বী গাড়ি প্রস্তুতকারীদের কর সংক্রান্ত সুযোগসুবিধাতেও কোপ বসাবেন ট্রাম্প। সেই কারণেই টেসলার উপর আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা। ফলে চড়চড়িয়ে বেড়েছে মাস্কের সম্পত্তির পরিমাণ।
As foretold in the prophecy 🙏 https://t.co/1SaMvlfvpd
— Elon Musk (@elonmusk) December 11, 2024
মাস্কের মুনাফা
টেসলার পাশাপাশি মাস্কের (Elon Musk) স্পেসএক্স এবং এক্সআই-ও সর্বকালের সেরা মুনাফা পেয়েছে। বুধবাই নতুন এক চুক্তি সেরেছে এই সংস্থা। গোটা বিশ্বে এই সংস্থাই সবচেয়ে মূল্যবান স্টার্টআপ। ট্রাম্প জেতার পর থেকে যেন ‘আচ্ছে দিন’ শুরু হয়েছে মাস্কের। নয়া মার্কিন প্রশাসনে গুরুদায়িত্ব পেয়েছেন তিনি। এবার বিপুল সম্পত্তির অধিকারী হয়ে গড়ে ফেললেন নয়া রেকর্ড। শোনা যায়, ট্রাম্পের নির্বাচনী খরচের অনেকটাই বহন করেছিলেন মাস্ক। তাই ট্রাম্প জয়ের পর থেকে লাফিয়ে বেড়েছে মাস্কের সম্পদের পরিমাণ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply