Bangladesh Crisis: অপরাধ, তিনি হিন্দু! বাংলাদেশে যুবককে কুপিয়ে খুন, চুপ শান্তিতে নোবেল জয়ী ইউনূস

sudeb

মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা পরবর্তী বাংলাদেশে (Bangladesh Crisis) হিন্দু হলেই হামলা। এবার ঝালকাঠি জেলার রামপুর গ্রামে সুদেব হালদার নামে বছর আঠাশের যুবককে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ সামনে এল। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় এলোপাথাড়ি কোপ মারা হয় তাঁকে। অপরাধ! তিনি হিন্দু (Target Hindu)। 

কী ঘটেছিল হিন্দু যুবকের সঙ্গে

নিহতের পরিবার এবং স্থানীয়দের একটা বড় অংশের দাবি, রামপুরের বাউকাঠি বাজারে নিজের মোবাইল বিক্রি ও সার্ভিসের দোকান রোজকার মতো সোমবারও রাত ১১টা নাগাদ বন্ধ করে বাড়ি ফিরছিলেন সুদেব। রামপুর জোড়াপোল এলাকায় আচমকা তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। পরে খালের পাশে দেহ ফেলে রেখে পালিয়ে যায় তারা। সকালে স্থানীয়রাই মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। হিন্দু বলেই খুন, নাকি এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে কোনও ব্যক্তিগত শত্রুতার রেশ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বলকুমার রায়। তাঁর কথায়, ‘নিহত যুবকের মাথায়–ঘাড়ে একাধিক কোপের আঘাত মিলেছে। খুন বলেই মনে হচ্ছে। আপাতত ময়নাতদন্তের জন্য দেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। খুনের মামলা দায়ের করেই তদন্ত হবে।’ 

হিন্দু হওয়াই অপরাধ!

পুলিশ শান্তি (Bangladesh Crisis) বজায় রাখার বার্তা দিলেও ভয়াবহ এই খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। চলতি বছরের গোড়াতেই নড়াইল জেলায় এক হিন্দু মহিলাকে গণধর্ষণের পরে মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে কট্টরপন্থী কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাচক্রে একাধিক সংবাদমাধ্যম সূত্রে এ দিন বাংলাদেশের শিবচরে এক হিন্দু পরিবারের উপর হামলার খবরও মিলেছে। এ ক্ষেত্রেও অভিযোগের আঙুল উঠেছে মৌলবাদীদের বিরুদ্ধে।

কবে ঘুম ভাঙবে প্রশাসনের

নিহত যুবকের ছবি ও বাংলাদেশের (Bangladesh Crisis) স্থানীয় একটি চ্যানেলের খবর পোস্ট করে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘মর্মান্তিক ঘটনা। আমরা কি একবিংশ শতাব্দীতে বাস করছি, নাকি প্রস্তর যুগে পড়ে রয়েছি?’ এই হানাহানি কবে বন্ধ হবে, সেই প্রশ্ন তুলে পোস্টে তিনি ট্যাগ করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক বিভাগকেও। কিন্তু অনুরোধ-আবেদন-সমালোচনা-নিন্দা, কোনওকিছুতেই ঘুম ভাঙছে না ইউনূস সরকারের! কট্টরপন্থী-মৌলবাদীদের হাতের পুতুলে পরিণত হয়েছে তারা। যিনি শান্তির জন্য় নোবেল পেয়েছিলেন, আজ তাঁর আমলেই বাংলাদেশে হিন্দুদের (Target Hindu) শান্তিতে বসবাস তো দূর, প্রাণরক্ষাই দায় হয়ে উঠেছে!

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share