Padma Shri 2025: গোয়ার ১০০ বছরের স্বাধীনতা সংগ্রামী, বাংলার অরিজিৎ সিং পাচ্ছেন পদ্মশ্রী

মাধ্যম নিউজ ডেস্ক: গোয়ার ১০০ বছরের স্বাধীনতা সংগ্রামী (Republic Day) লিবিয়া লোবো সরদেশাই। গোয়ার স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাঁর। তিনি একটি রেডিও স্টেশন তৈরি করেছিলেন। নাম ছিল স্বাধীনতার বাণী। পর্তুগিজ শাসনের অবসানের জন্য তিনি গোয়ার জনগণকে একত্রিত করেছিলেন। তাঁর এই অবদানের জন্যই চলতি বছরে তাঁকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী (Padma Shri 2025) পুরস্কার। দেশের অন্যতম অসামরিক এই সম্মানের তালিকায় জায়গা পেয়েছেন, চিকিৎসক, কৃষক, যোগ প্রশিক্ষক, ক্রীড়াবিদ-সহ একাধিক ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা ব্যক্তিত্বরা।

বাংলা থেকে কারা (Padma Shri 2025)

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং, ধর্মগুরু স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। ৫৭ বছরে ঢাকি গোকুলচন্দ্র দাসও পাচ্ছেন পদ্ম পুরস্কার। বাংলা থেকে পদ্মশ্রী পেলেন অভিনেত্রী মমতাশঙ্কর, ঢাকি গোকুলচন্দ্র দাস, শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায়, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজাঙ্কার, শিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং সমাজসেবী বিনায়ক লোহানি।

প্যারা অলিম্পিকে সোনাজয়ী পাচ্ছেন পদ্মশ্রী (Padma Shri 2025)

দিল্লির স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা.নীরজা ভাটলাও পাচ্ছেন পদ্মশ্রী। হরিয়ানার ‘কাঠিয়ালের একলব্য’ নামে পরিচিত দিব্যাঙ্গ তীরন্দাজ হরবিন্দর সিং। ২০২৪ প্যারা অলিম্পিকে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। তিনি পাচ্ছেন পদ্মশ্রী। তালিকায় নাম রয়েছে ভোজপুরের সমাজকর্মী ভীম সিং ভাবেশের। সমাজের অন্যতম প্রান্তিক গোষ্ঠী মুসাহার সম্প্রদায়ের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছেন তিনি। দক্ষিণ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে ব্যবহৃত থাভিল নামে এক বাদ্যযন্ত্র বিশেষজ্ঞ পি দাতচানামূর্তিও এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন।

নাগাল্যান্ডের নকলাকের চাষি এল হ্যাঙ্গথিং পাচ্ছেন পদ্মশ্রী

পদ্মশ্রী (Padma Shri 2025) সম্মানে ভূষিত হচ্ছেন নাগাল্যান্ডের নকলাকের চাষি এল হ্যাঙ্গথিং। ৩০ বছরেরও বেশি সময় ধরে ভারতে বিদেশি ফলের চাষ করছেন তিনি। এবারের পদ্মশ্রী তালিকায় নাম রয়েছে কুয়েতের বাসিন্দা যোগ প্রশিক্ষক শাইখা এ জে আল সাবা-র। কুয়েতের প্রথম লাইসেন্স প্রাপ্ত যোগ প্রশিক্ষক তিনি। হিমাচল প্রদেশের হরিমন শর্মা, অরুণাচলের জুমদে ইয়মগাম গামলিন, অসমের জয়নাচরণ পাথারি, উত্তরাখণ্ডের হিউজ গ্যান্টজার, গুজরাটের সুরেশ সোনিও এবার পদ্মশ্রী পুরস্কার পেলেন।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share