মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৭ সালে জয়েন্ট এন্ট্রাস (JEE Main) মেইন পরীক্ষায় ৩৬০ এর মধ্যে ৩৬০ নম্বরই পেয়েছিলেন রাজস্থানের কল্পিত বীরওয়াল (Kalpit Veerwal)। এমন সাফল্যে তিনি নাম তুলেছিলেন লিমকা বুক অফ রেকর্ডসে। এদেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর কাছে যা স্বপ্ন থাকে তা সত্যি করে দেখিয়েছিলেন কল্পিত। কোনও উচ্চবিত্ত পরিবারে অবশ্য কল্পিতের জন্ম হয়নি। কল্পিতের বাবা পুষ্কর লাল উদয়পুরের এক সরকারি হাসপাতালের কম্পাউন্ডার হিসেবে কাজ করতেন। তাঁর মা পুষ্পা বিরওয়াল একজন স্কুল শিক্ষিকা।
কোটায় কোচিং নেননি কল্পিত (Kalpit Veerwal)
রাজস্থানে দলে দলে পড়ুয়ারা ছুটে যায় কোটাতে। সেখানকার কোচিংয়ে মেলে আইআইটির সাফল্য। কিন্তু এ সমস্ত কিছু থেকেই দূরে ছিলেন কল্পিত। নিজের কঠিন অধ্যাবস্যার মাধ্যমে তিনি অর্জন করেছিলেন এত বড় সাফল্য। জানা গিয়েছে, দিনে ১৬ ঘণ্টা করে পড়াশোনা করতেন না কল্পিত। তবে ধারাবাহিকভাবে পড়াশোনা করতেন। তাঁর নিজের ভাষায়, ‘‘আমি দিনের ১৬ ঘণ্টা করে পড়াশোনা করতাম না এবং যেভাবে কোটাতে কোচিং দেওয়া হত, আমি সেই পদ্ধতি অনুসরণ করে আইআইটি তে সাফল্য পাইনি। কিন্তু ধারাবাহিকভাবে আমি পড়াশোনা করেছিলাম। এটাই আমাকে সাফল্য এনে দেয়। জয়েন্টের পরেই আমি আইআইটি বোম্বেতে কম্পিউটার সায়েন্সে যোগ দিই।’’ কল্পিত বলেন, ‘‘যত নম্বর আমি পেয়েছি, তার অর্ধেকও পড়িনি। পড়ার ফাঁকে ক্রিকেট, বিনোদন সবটাই চালিয়ে গিয়েছি সমানভাবে।’’ প্রসঙ্গত, কোটায় নয়, নিজের শহর উদয়পুরেই কল্পিত থাকতে পছন্দ করতেন।
বিশ্বের তরুণ পেশাদারদের মধ্যে অন্যতম
জানা যায় কল্পিত পড়ুয়াদের জন্য একটি প্রতিযোগিতামূলক অনলাইন কোচিংয়েরও ব্যবস্থা করে এবং নাম দেয় AcadBoost. একইসঙ্গে ২০২১ সালে LinkedIn-এর তরফ থেকে তাঁকে সম্মানও জানানো হয়। বিশ্বের কুড়ি জন অসাধারণ তরুণ (Kalpit Veerwal) পেশাদারের মধ্যে তিনি স্থান পান। জয়েন্টে মেইন পরীক্ষায় ৩৬০ এর মধ্যে ৩৬০ নম্বর পাওয়া কল্পিত বর্তমানে একজন উদ্যোক্তা, একজন মোটিভেশনাল স্পিকার এবং ভারতজুড়ে পড়ুয়াদের অনুপ্রেরণা।
Leave a Reply