India vs England: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মনোবল তুঙ্গে, শেষ একদিনের ম্যাচেও জয়ই লক্ষ্য রোহিতদের

india vs england last odi

মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের শেষ পরীক্ষা। বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত মুখোমুখি হবে জস বাটলারের ইংল্যান্ডের। প্রথম দুটি ওয়ানডেতে পরপর চার উইকেটে জিতে টিম ইন্ডিয়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে। ইতিমধ্যে সিরিজ জিতেও নিয়েছে ভারত। সেই হিসেবে এই ম্যাচ স্রেফ নিয়মরক্ষার খেলা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মনোবল ধরে রাখতে এই ম্যাচও জিততে চাইবে রোহিত বাহিনী।

সিরিজে দাপট ভারতের

নাগপুর থেকে কটকে গিয়ে পুরীতে জগন্নাথের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর এবং বরুণ চক্রবর্তী। তাঁরা কী প্রার্থনা করেছিলেন সেটা জানা নেই, তবে তারপরের ম্যাচেই ভারতের জন্য জোড়া সুখবর অপেক্ষা করছিল। প্রথমত, ইংল্যান্ডকে হারিয়ে ওডিআই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আর দ্বিতীয়ত, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুর্দান্ত শতরান করে ফর্মে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। এবার পালা বিরাটের। টিম ম্যানেজমেন্টের আশা, বিরাট কোহলিও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই যাওয়ার আগে রানের মধ্যে ফিরে আসবেন। আর, তিনি রানে ফিরবেন ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচেই।

ইংল্যান্ডের সম্মান রক্ষার ম্যাচ

জস বাটলারের ইংল্যান্ডের জন্য, এই সফর তাদের প্রত্যাশার চেয়েও বেশি প্রশ্ন তুলেছে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে জুড়ে ইংল্যান্ড তাদের মূল ব্যাটিং লাইনআপে বারবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে যা ফিল সল্ট এবং বেন ডাকেটের ওপেনিং জুটির চিত্তাকর্ষক কাজকে ব্যর্থ করে দিয়েছে। টি-২০ সিরিজে ৪-১ পর্যুদস্ত হয়েছে তারা। ওয়ান ডে’তে অন্তত একটি ম্যাচ জিতে খানিক আত্মবিশ্বাস ফিরে পাওয়াই লক্ষ্য জস বাটলার, জো রুটদের। তারা একাদশে ফেরাতে পারে জোফ্রা আর্চারকে। বুধবারের ম্যাচে প্রথম একাদশে কিছু রদবদল করতে পারেন কোচ গৌতম গম্ভীরও। কে এল রাহুলকে রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে উইকেটরক্ষক হিসেবে সুযোগ দেওয়া হতে পারে ঋষভ পন্থকে। একাদশে নিজের জায়গা হয়ত ফিরে পাচ্ছেন কুলদীপ যাদব, ডাক পেতে পারেন আর্শদীপ সিং-ও।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share