মাধ্যম নিউজ ডেস্ক: ফিরল সুদিন। টেস্টে মানিয়ে নিতে একটু সময় লাগলেও টি২০ ক্রিকেটে তাঁর চিন্তাভাবনা বরাবরই সফল। আইপিএলে চ্যাম্পিয়ন অধিনায়ক। মেন্টর হিসেবেও তাঁর জাদু স্পর্শেই গতবার আইপিএল খেতাব ঘরে তুলেছে কলকাতা। তিনি গৌতম গম্ভীর। টি২০-তে তাঁর লক্ষ্য পরিষ্কার। ভারতীয় দলের কোচ হিসেবেও ক্রিকেটের এই ফরম্যাটে ১০০ শতাংশ সফল গম্ভীর। তাঁর মাস্টার-মাইন্ডেই ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে সিরিজ হারাল ভারত। শুধু হারাল নয়, শেষ ম্যাচে ভারতের কাছে ১৫০ রানে হেরে লজ্জার মুখে ইংল্যান্ড। ইংরেজদের তৈরি বাজবলেই তাঁদের ঘায়েল করেছেন গম্ভীর। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই টি-টোয়েন্টির মেজাজ নিয়ে খেলতে নামবে ভারত, জানিয়ে দিয়েছেন গুরু গম্ভীর।
আগ্রাসী ক্রিকেট গম্ভীরের
উইকেট পড়লেও কমবে না রান তোলার গতি। লক্ষ্য ২৫০ রান। সেটা করতে গিয়ে যদি ১২০ রানে দল অলআউট হয়ে যায়, তা-ও কোনও সমস্যা নেই। আপাতত এই মেজাজ নিয়ে টি-টোয়েন্টি খেলছে ভারত। শুধু টি২০ নয়, এক দিনের ক্রিকেটেও একই ধরনের মানসিকতা চান কোচ গম্ভীর। গম্ভীর জানিয়েছেন, হারের ভয় নিয়ে খেলতে নামেন না তাঁরা। তিনি বলেন, “টি২০-তে এই ক্রিকেটটাই খেলতে চাই। আমাদের হারের ভয় নেই। ঝুঁকি না নিলে পুরস্কার পাওয়া যাবে না। দলের সকলে এই মানসিকতা নিয়েই খেলে। গত ছ’মাস ধরে সকলে ভয়ডরহীন ক্রিকেট খেলছে। নিঃস্বার্থ ক্রিকেট খেলছে।” গম্ভীরের কথায়, “আমরা প্রতি ম্যাচে ২৫০-২৬০ রান করতে চাই। সেটা করতে গিয়ে যদি কোনও ম্যাচে ১২০-১৩০ রানে অলআউট হয়ে যাই তাতে কোনও সমস্যা নেই। ঝুঁকি না নিলে হবে না। আমার মতে, আমরা ঠিক দিকে এগোচ্ছি। বড় প্রতিযোগিতাতেও এই একই ভাবে খেলব।” গুরু গম্ভীরের আশু লক্ষ্য যে চ্যাম্পিয়ন্স ট্রফি, তা বুঝিয়ে দিলেন।
অভিষেকের আভিজাত্য
গুরু গম্ভীরের কথামতোই আগ্রাসী ক্রিকেট উপহার দিয়েছেন অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে শতরান করেছেন তিনি। ৫৪ বলে ১৩৫ রানের ইনিংস খেলেছেন। এই ইনিংসে ৪’টি নজির গড়েছেন অভিষেক। ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন অভিষেক। ওয়াংখেড়েতে ১৩টি ছক্কা মেরেছেন অভিষেক। আন্তর্জাতিক টি২০-তে এক ইনিংসে ভারতীয়দের মধ্যে যা সর্বাধিক। ইংল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-র মধ্যেই ৫৮ রান করেছেন অভিষেক। ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে এই রান সর্বাধিক। ১০.১ ওভারের মাথায় নিজের শতরান পূর্ণ করেছেন অভিষেক। এক ইনিংসে ওভারের নিরিখে এটি দ্রুততম শতরান।
যুবরাজকে ধন্যবাদ
আক্রমণাত্মক ক্রিকেটের জন্য নিজের মেন্টর যুবরাজ সিংকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। তাণর কথায়, “যুবি ভাই তিন-চার বছর আগে থেকে আমাকে নিয়ে পরিশ্রম করছে। ওই একমাত্র যে আমার উপর ভরসা রেখেছিল। আমাকে বলেছিল, এক দিন আমি ভারতের হয়ে খেলব। দলকে জেতাব। সেটা এখন সত্যি। এই ইনিংসের পর তাই আমি যুবি ভাই ছাড়া আর কারও কথা মনে করতে পারছি না।”
Leave a Reply