Eden Gardens: ড্রেসিংরুমে বসানো হচ্ছে স্প্রিঙ্কলার, ইডেনের অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন সিএবি সভাপতি?

eden_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনের (Eden Gardens) ড্রেসিংরুমে অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা থাকতে পারে। এমনই মন্তব্য করেছিলেন সিএবি’র এক শীর্ষ কর্তা। বৃহস্পতিবার সকালে তাঁর এই বক্তব্য শোনার পর বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার বহু সদস্য অসন্তোষ প্রকাশ করেন। প্রশ্ন উঠতে শুরু করে, অন্তর্ঘাত যদি হয়, তাহলে কে বা কারা সেটা করল? আর কীসের ভিত্তিতে এই অভিযোগ করা হচ্ছে, তা-ও সামনে আনা হোক। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত মাঠে নামতে হয় সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘অন্তর্ঘাতের কোনও প্রশ্নই নেই। আমরা এই ধরনের কোনও অভিযোগ করিনি। সব রটনা। তবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ইডেনে আগুন প্রসঙ্গে স্নেহাশিস

ইডেনে (Eden Gardens) আগুন প্রসঙ্গে সিএবি সভাপতি বলেন, ‘খুব বড় কিছু নয়। অ্যাওয়ে টিমের ড্রেসিংরুমে ক্রিকেটারদের স্টিম বাথের জন্য যে মেশিন রয়েছে, সেখানে শর্ট সার্কিটের ফলে আগুন লাগে। ওই স্টিম বাথের প্লাগের কাছে কিছু মাঠ কর্মী তোয়ালে মিলে রেখেছিল। সেখানেও আগুন ধরে যায়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। চিন্তার কিছু নেই। এই ঘটনা বিশ্বকাপের ম্যাচ আয়োজনে কোনও সমস্যা করবে না।’

আরও পড়ুন: নতুন রূপে আসছে এয়ার ইন্ডিয়া! নতুন লোগো ও রং প্রকাশ সংস্থার

ঘটনাটি ঘটে বুধবার রাত ১১-৫০ নাগাদ। তা নজরে আসার পরেই খবর দেওয়া হয় দমকলকে। আধ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে সামনে রয়েছে বিশ্বকাপ। ভারত, দক্ষিণ আফ্রিকা রাউন্ড রবিন লিগের ম্যাচ হবে ইডেনে (Eden Gardens)। রয়েছে একটি সেমি-ফাইনাল ম্যাচও। শুধু তাই নয়, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশের মতো হাইপ্রোফাইল দল খেলবে ক্রিকেটের নন্দন কাননে। তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় সিএবি। স্নেহাশিস আরও বলেছেন, ‘আমরা রাতের ইডেনে নিরাপত্তা আরও জোরদার করছি। ইলেকট্রিক জ্ঞান রয়েছে এমন কর্মীদেরই ইডেনের কাজে ব্যবহার করা হবে বেশি করে। ড্রেসিংরুমে ফায়ার অ্যালার্ম আছে। তাছাড়া বসানো হবে স্প্রিঙ্কলার। আগুন লাগলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জল নির্গত হবে।’ এই ঘটনার পর ইডেনের ইলেকট্রিক লাইন পরীক্ষা করে দেখা হয়। দু’জন সিইএসসি আধিকারিক সন্তাষজনক রিপোর্ট দিয়েছেন বলেই সিএবি সূত্রের খবর। তবে বদলে ফেলা হবে স্টিম বাথের কেবল।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share