Amit Shah: ২৫ বৈশাখ রবীন্দ্র স্মরণে কলকাতায় আসছেন অমিত শাহ! বৈঠক বিজেপি নেতৃত্বের সঙ্গেও

amit-shah-in-bengall

মাধ্যম নিউজ ডেস্ক: ফের রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। নরেন্দ্র মোদির সেনাপতি কলকাতায় পা রাখবেন ৯ মে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। গত মাসেই বীরভূমে ব্যাপক সফল হয় শাহী জনসভা। তাপপ্রবাহের জেরে তখন বীরভূমের পারদ ৪৪ ডিগ্রি ছুঁয়েছিল, সেই হাঁসফাঁস গরমকে উপেক্ষা করেও ভিড়ে ঠাসা ছিল তাঁর জনসভা। তবে বিজেপি সূত্রে খবর, অমিত শাহের মঙ্গলবারের সফরে কোনও জনসভা কর্মসূচি নেই। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মোদি-শাহ। এর আগেও একাধিকবার ভিনরাজ্যে বিভিন্ন জনসভায় এবং সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বাংলার প্রসঙ্গ উল্লেখ করেছেন। পূর্বভারতের মানচিত্রের গৈরিকিকরণের বৃত্ত বাংলা জয় করেই সম্পন্ন করতে চায় বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুুন: লাদেনের সঙ্গে তুলনা করেছিলেন মোদিকে, ভারত সফরে এলেন সেই বিলাওয়াল

দিনভর কী কী কর্মসূচি থাকবে শাহের (Amit Shah) ?

জানা গেছে, ৯ মে সকালেই কলকাতার মাটি ছোঁবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) বিশেষ বিমান। তারপর তিনি সোজা চলে যাবেন জোড়াসাঁকোতে কবিগুরুর জন্মভিটেতে। সেখানে শ্রদ্ধাঞ্জলি জানাবেন। ওইদিন বিএসএফের সঙ্গেও একটি বৈঠক করবেন কলকাতায়। ইতিমধ্যে ২০২৪ সালের ভোটে বঙ্গ বিজেপিকে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি। রাজ্য নেতাদের সঙ্গে বাংলার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসার কথাও রয়েছে শাহের। এরপর খোলা হাওয়া নামের একটি সংস্থার পক্ষ থেকে আয়োজিত একটি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সায়েন্স সিটির ওই রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার কথা জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। হাজির থাকবেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: আজ বুদ্ধ পূর্ণিমা, বছরের প্রথম চন্দ্রগ্রহণও! কোন কোন বিধি মেনে চলতে হবে?

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share