মাধ্যম নিউজ ডেস্ক: বাপ-বেটি এবার একই জেলে! গরু পাচার মামলায় গতবছরই গ্রেফতার হয়েছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। চলতি মাসেই গ্রেফতার হয়েছেন কেষ্ট-কন্যা। এবার আপাতত তাঁরও ঠাঁই হচ্ছে তিহাড়ে। অন্দরের খবর, মেয়ের জন্য যথেষ্ট উদ্বিগ্ন অনুব্রত। রাতে তাঁর ঘুমও ঠিকঠাক হচ্ছেনা। প্রসঙ্গত, ইডি জেরায় কান্নায় ভেঙে পড়েছিলেন অনুব্রত (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল। জানা গিয়েছে, গরু পাচার মামলা সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই, এই কথাই বারবার বলে এসেছেন তিনি। বাবার সঙ্গেও কথা বলতে চেয়েছিলেন সুকন্যা। কিন্তু, স্বস্তি পেলেন না তিনি।
১৩ দিনের জেল হেফাজত সুকন্যার
রবিবার সুকন্যা মণ্ডলকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক নরেশ কুমার লাকা। এদিনই তিহাড়ে পাঠানো হবে সুকন্যাকে। উল্লেখ্য, এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুকন্যাকে আদালতে পেশ করা হয়। তিনি প্রতিদিন দশ মিনিট করে বাবা এবং বান্ধবী সুতপা পালের সঙ্গে ফোনে কথা বলার আর্জি জানিয়েছেন। ইডি জানিয়েছে, জেল কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় সেক্ষেত্রে তাদের কোনও আপত্তি নেই। পাশাপাশি সংশোধনাগারে ধর্মীয় বই পড়তে চান সুকন্যা। জানা গিয়েছে, এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুকন্যা মণ্ডলকে উপস্থিত করা হয়। নতুন করে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি ইডি-র তরফে। আদালত তাঁকে ১৩ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১২ মে।
তিহাড়ে মেয়ের চিন্তায় ঘুম উড়েছে অনুব্রত মণ্ডলেরও
সূত্রের খবর, তিহাড়ে মেয়ের চিন্তায় ঘুম উড়েছে অনুব্রত মণ্ডলেরও (Anubrata Mondal)। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার রাতে ঘুম হচ্ছে না, ঠিক মতো খাওয়া-দাওয়াও করছেন না তিনি, জানা গিয়েছে এমনটাই। সূত্রের খবর, ইডি-র জেরার মুখে সুকন্যা বারবার জানিয়েছেন, গরু পাচার মামলা নিয়ে তিনি কিছু জানেন না। যদিও, তদন্তকারীরা তা মানেননি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply