মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) সদর দফতর নির্মাণের কাজ সম্পূর্ণ হল। রাজধানীর ঝন্ডেবালানে ‘কেশব কুঞ্জ’ (Keshav Kunj) নামের আরএসএস-র নয়া সদর দফতরটির নির্মাণ হয়েছে। মোট তিনটি টাওয়ার রয়েছে আরএসএস-র নয়া সদর দফতরে। প্রতিটি টাওয়ার ১২ তলা করে। তিনটি টাওয়ারের নাম হল, ‘সাধনা’, ‘প্রেরণা’ এবং ‘অর্চনা’। জানা গিয়েছে, ৩.৭৫ একর জুড়ে বিস্তৃত রয়েছে আরএসএস-র সদর দফতরটি। সবমিলিয়ে এই কার্যালয়ে ৩০০ কক্ষ রয়েছে বলে জানা গিয়েছে। আরএসএস-র তরফে জানানো হয়েছে মোট ১৫০ কোটি টাকা খরচ করা হয়েছে সদর দফতর নির্মাণে। দেশজুড়ে ৭৫ হাজারের বেশি মানুষের আর্থিক অনুদানেই তৈরি হয়েছে এই দফতর। যেকোনও রকমের বড় অনুষ্ঠান এবার থেকে এই সদর দফতরেই হবে বলে জানিয়েছেন সংঘ নেতারা।
রয়েছে ৫ শয্যার হাসপাতাল (RSS)
গোটা ভবনে প্রাচীন এবং আধুনিক স্থাপত্যের নিদর্শনও চোখে পড়ছে। প্রসঙ্গত, ২০১৮ সাল থেকেই শুরু হয় নির্মাণকাজ। মূল অডিটোরিয়ামটি বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংঘলের স্মৃতিতে তৈরি হয়েছে। অযোধ্যায় রামমন্দির আন্দোলনের অন্যতম নেতা ছিলেন অশোক সিংঘল। দফতরে ঢোকার মুখেই রয়েছে আরএসএস প্রতিষ্ঠিত কেশব বলিরাম হেডগেওয়ারের একটি মূর্তি। ১৩৫টি গাড়ি দাঁড় করানোর পার্কিং-ও রয়েছে আরএসএস-র দফতরে। নয়া সদর দফতরে রয়েছে সৌরবিদ্যুতের জোগানও। এরসঙ্গে রয়েছে একটি বড় গ্রন্থাগার (RSS), সেখানে রয়েছে ৮৫০০ বই। গবেষণার জন্য বিনামূল্যে সেখানে প্রবেশ করা যাবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে নয়া দফতরে রয়েছে পাশাপাশি, একটি ক্লিনিক এবং পাঁচ শয্যার একটি হাসপাতাল।
‘পাঞ্চজন্য’ ও ‘অর্গানাইজার’-এর দফতরও থাকছে এখানে
জানা গিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি নয়া দফতরে উপস্থিত হবেন সরসংঘচালক মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। সেখানেই হবে একটি সম্মেলন হবে। সংঘের তরফে জানানো হয়েছে, দিল্লির ওই সদর দফতর থেকেই আরএসএস-র (RSS) যাবতীয় কাজকর্ম সম্পাদিত হবে। জানা গিয়েছে, গুজরাতের বাসিন্দা অনুপ দাভে এই নয়া সদর দফতরের নকশা তৈরি করেছেন। সংঘের মুখপত্র ‘পাঞ্চজন্য’ ও ‘অর্গানাইজার’-এর দফতরও থাকছে এখানে। এর পাশাপাশি, ‘সুরুচি প্রকাশনে’র দফতরও থাকছে নয়া সদর দফতরে।