Bangladesh Violence: নারী নিপীড়নের ঘটনা ১১০টি, ১০৩টি রাজনৈতিক হিংসা! ইউনূস সরকারের ‘মিথ্যাচার’ ফাঁস

Bangladesh_(19)

মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে বাংলাদেশে (Bangladesh Violence) রাজনৈতিক হিংসা বেড়েই চলেছে। শুধুমাত্র নভেম্বর মাসেই ১০৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫৯৯ জন। ১১০ জন মহিলা নিপীড়নের শিকার হয়েছেন। এমনই তথ্য দিয়েছে বাংলাদেশের মানবাধিকার সংগঠন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (HRSS), বাংলাদেশ-এর রিপোর্টে বলা হয়েছে,  নভেম্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা, গণপিটুনিতে মানুষ হত্যা, রাজনৈতিক মামলা, গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলা, শ্রমিক হত্যা, কারা হেফাজতে মৃত্যু, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, সীমান্ত হত্যা, নারী ও শিশুর প্রতি হিংসা অব্যাহত রয়েছে।

কী বলছে রিপোর্ট

রাষ্ট্রপুঞ্জের আইন অনুযায়ী পদ্মা পারে যে কেয়ারটেকার সরকার চলছে তা ‘অবৈধ’। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বাংলাদেশের সংবিধানের (Bangladesh Violence) বিভিন্ন ধারা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নেই। অশান্তির আবহে বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জিও সামনে এসেছে। তার মধ্যেই বাংলাদেশেরই মানবাধিকার সংগঠনের রিপোর্টে চাঞ্চল্য ছড়িয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে মানবাধিকার পরিস্থিতির কয়েকটি বিষয়ে উন্নতি হলেও সার্বিক পরিস্থিতির অগ্রগতি দেখা যাচ্ছে না। নভেম্বরে নৈরাজ্যের খতিয়ান দিয়েছে ওই সংগঠন। রিপোর্ট অনুযায়ী, নভেম্বরে ১১০ জন মহিলা নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে, ৩২ জন ধর্ষণের শিকার হয়েছেন। আরও ভয়ঙ্কর তথ্য হল, এই মহিলা বা নারীদের মধ্যে ১৭ জন নাবালিকা। ৭ জনকে গণধর্ষণ করা হয়েছে এবং এদের মধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে। ১২ নাবালিকা সহ ২৪ জন মহিলা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

রাজনৈতিক হিংসার ঘটনা: ১০৩

রাজনৈতিক হিংসায় নিহত: ১৬, জখম: ৫৯৯

গণপিটুনির ঘটনা: ২১

গণপিটুনিতে নিহত: ১২, জখম: ১৫

কলেজ, বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা: ১২

আক্রান্ত সাংবাদিক:  ৪৬

মহিলাদের ওপর নিপীড়নের ঘটনা: ১১০

ধর্ষণের সংখ্যা: ৩২ নাবালিকা ধর্ষণ: ১৭

গণধর্ষণ:গণধর্ষণ করে হত্যা:

যৌন নির্যাতন শিকার: ২৪

নাবালিকা যৌন হামলার শিকার: ১২

 

*সূত্র: হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, বাংলাদেশ 

আরও পড়ুন: হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি! ভারতের দাবি না মানলে কত ক্ষতি হত আইসিসির?

হিন্দুদের উপর অত্যাচার

সূত্রের খবর, মঙ্গলবারও সিলেট ডিভিশনের সুনামগঞ্জ জেলার মোঙ্গলা গ্রামে রাতভর তাণ্ডব চালায় কট্টরপন্থীরা। শতাধিক হিন্দু বাড়ি কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, সংখ্যালঘুদের একের পর এক দোকানে আগুন লাগানো হয়। বাদ যায়নি তাদের ধর্মস্থানও। পরে সেনাবাহিনী নামানো হলেও, যা ঘটার তা ঘটেই গিয়েছে। সেখানকার মানুষের জীবন-জীবিকা সবটাই প্রশ্নের মুখে। যদিও এরপরও বাংলাদেশ (Yunus Government) দাবি করছে তাদের দেশে যা ঘটছে তা নিয়ে নাকি অপপ্রচার চলছে। তবে, ঢাকার সেই অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সে দেশেরই এক মানবাধিকার সংগঠনের এই রিপোর্ট। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share