Asim Sarkar- Rudranil Ghosh: গানে-কবিতায় কটাক্ষে এসএসসি নিয়োগ দুর্নীর্তি

png_20220724_164127_0000

মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারিতে সরগরম রাজ্য-রাজনীতি। এবারে তৃণমূল মন্ত্রী গ্রেফতারের পরেই গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসিম সরকার। রীতিমতো হার্মোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখা গেল হরিণঘাটার বিধায়ককে। গানের প্রত্যেকটি কথায় কথায় পার্থকে কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে। গানের নাম ‘চোর ধরো, জেল ভরো’।

[yt]https://youtu.be/2X9MAoetQyI[/yt]

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে বাংলাদেশে! ইডি সূত্রে উঠে এল নতুন তথ্য

হরিনঘাটার এই বিজেপি বিধায়ক রাজনীতি ছাড়াও তিনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। তিনি একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেই শনিবার নিজের ইউটিউব চ্যানেলে এসে লাইভ করেন তিনি। সেখানেই তৃণমূলকে তীব্র আক্রমণ করেন ও এরপরই পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলকে কটাক্ষ করে লেখা একটি গানও শোনান তিনি। এর আগেও নানা সাম্প্রতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে গান করতে দেখা গিয়েছে তাঁকে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিজেপি সহ একাধিক বিরোধী শিবির। আর এরই মধ্যে একটু অন্যরকম পদ্ধতিতে, নিজে গান করে তৃণমূলকে কটাক্ষ করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসিম সরকার।

অন্যদিকে ফেসবুকে পার্থ-অর্পিতার ছবি শেয়ার করে , মমতার সরকারের প্রকল্পকে তীব্র আক্রমণ করলেন রুদ্রনীল ঘোষ। তিনি ‘দুয়ারে গর্ত’ নামে এক কবিতার মাধ্যমে তৃণমূল সহ পার্থ-অর্পিতাকে তীব্র কটাক্ষ করেন। সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যের শাসক দলের ‘দুয়ারে’ প্রকল্প প্রসঙ্গ টেনেই রুদ্রনীল কটাক্ষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে। তবে এখানেই থেমে থাকেননি রুদ্রনীল ঘোষ। এর পাশাপাশি তিনি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকেও ব্যঙ্গ করে তাঁর ট্যুইটারের প্রসঙ্গ এনে বলেন যে, “এই টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। সবই অপপ্রচার…।” অভিনেতার এই কবিতায় ২১ শে জুলাই-এর ঘটনা থেকে শুরু করে অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের সমস্ত দুর্নীতির কথাই উঠে এসেছে। ফলে এভাবেই বিজেপি নেতারা তৃণমূলকে কটাক্ষ করেছেন।

আরও পড়ুন: পার্থর শুনানিতে প্রভাবশালী তত্ত্ব, SSKM-এ ডনের মত আচরণ করছেন পার্থ, সওয়াল ইডির

[fb]https://fb.watch/et0dWu5Rvb/[/fb]

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share