Karnataka: নন্দীগ্রামের ছায়া কর্নাটকে! পুনর্গণনায় বিজেপি প্রার্থী জিতলেন ১৬ ভোটে

bjp(1)

মাধ্যম নিউজ ডেস্ক: টানটান উত্তেজনায় কর্নাটকের (Karnataka) জয়নগর কেন্দ্রে দেখা গেল ২০২১ সালের নন্দীগ্রামের চিত্র। রাতভর চলল পুনর্গণনা। নন্দীগ্রামে প্রথমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে পুনর্গণনা হতেই পাল্টে যায় চিত্র। জেতেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শনিবারই কর্নাটকের (Karnataka) ভোটের ফলাফল সামনে এসেছে। মসনদে ফিরেছে কংগ্রেস। এদিন বেঙ্গালুরুর জয়নগর কেন্দ্রের গণনা নিয়ে দিনভর চলল নাটক। শনিবার দুপুর থেকে কংগ্রেস প্রার্থী জিতেছেন বলে খবর রটে, রবিবার নির্বাচন কমিশনের ঘোষণা করে পুনর্গণনার পরে, যে কংগ্রেস নয় ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সি কে রামামূর্তি। এবং ভোটের ব্যবধান মাত্র ১৬। কর্ণাটক (Karnataka) বিধানসভার ২২৪ আসনের মধ্যে ২২৩টির ফলাফল শনিবার রাত অবধি ঘোষণা হয়ে গেলেও জয়নগর কেন্দ্র নিয়েই চলতে থাকে চাপানউতর। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি জয়ী হয়েছেন নাকি বিজেপি প্রার্থী সি কে রামামূর্তি তা নিয়েই সরগরম থাকে গণনা কেন্দ্র। রাত অবধি তিনবার গণনা হয়, কিন্তু তারপরেও বিজেপির তরফ থেকে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ফের গণনার দাবি করেন। এরপর মধ্যরাত অবধি চলে ভোট গণনা। গণনায় দেখা যায় কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৫৭ হাজার ৭৮১ ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী এস রামামূর্তি পেয়েছেন ৫৭ হাজার ৭৯৭ ভোট। বিজেপি প্রার্থীর সঙ্গে এদিন সারাক্ষণই উপস্থিত ছিলেন বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য।

কিভাবে তৈরি হয় সমস্যা

সূত্রের খবর, গণনা শেষে কংগ্রেস প্রার্থীকে ১৬০ ভোটে জয়ী ঘোষণা করা হয় কিন্তু বিজেপির তরফ থেকে তেজস্বী সূর্য পুনর্গণনার দাবি তোলেন। তাঁরা দাবি করতে থাকেন যে, প্রযুক্তিগত কারণ দেখিয়ে ১৭৭ টি পোস্টাল ব্যালটের ভোট বাতিল করা যাবে। জেলা নির্বাচন আধিকারিক এই দাবি মেনে পোস্টাল ব্যালটগুলি পুনর্গণনার নির্দেশ দেন। তখন ১৬০ ভোটের ব্যবধানে পিছিয়ে থাকা বিজেপি প্রার্থী ১৬ ভোটে জয়ী হন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share