Sonali Phogat Murder: বিজেপি নেত্রী সোনালি ফোগাট খুনে নয়া মোড়, এ কী বললেন তাঁর সহকারী?

Sonali_Phogat_

মাধ্যম নিউজ ডেস্ক: সোনালি ফোগাট (Sonali Phogat) হত্যায় নয়া মোড়! বিজেপি (BJP) নেত্রী তথা অভিনেত্রী সোনালির সহকারী সুধীর সাঙ্গওয়ানই (Sudhir Sangwan) তাঁকে খুনের পরিকল্পনা করেছে বলে পুলিশি জেরার স্বীকার করেছেন অভিযুক্ত। জানা গিয়েছে, ফোটেশ্যুটের নাম করে তিনি-ই গুরগাঁও থেকে বিজেপি নেত্রীকে নিয়ে এসেছিলেন গোয়ায় (Goa)। সেখানেই রহস্য মৃত্যু হয় সোনালির।

মৃত্যুর দিন গোয়ার আঞ্জুনায় ‘কার্লিস’ নামে একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন বিজেপি নেত্রী সোনালি। সেই সময়ই অস্বস্তি শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে দলের কর্মীরাই তাঁকে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের তরফে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সোনালির। যদিও তাঁর পরিবারের তরফে খারিজ করে দেওয়া হয় এই দাবি। তাঁদের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই বিজেপি নেত্রীকে। মৃতের ভাই রিঙ্কু ঢাকা আঙুল তোলেন তাঁর ব্যক্তিগত সহকারী সুধীরের দিকেই। মৃতের পরিবারের তরফে অভিযোগ পেয়ে সুধীরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁর সহযোগী সুখবিন্দর সিং এবং রেস্তরাঁর এডউইন নানসকে।

ওই ঘটনায় মাদক পাচারকারী দত্তাপ্রসাদ গাঁওকর এবং রামদাস মান্ড্রেকরকেও গ্রেফতার করে পুলিশ। রেস্তরাঁয় থাকা সিসিটিভির ফুটেজেও দেখা গিয়েছে, সুধীর সোনালিকে মাদক মেশানো পানীয় খেতে জোরাজুরি করছেন। ঘটনার জেরে সুধীর এবং সুখবিন্দরের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু করেছে গোয়া পুলিশ। গোয়ার মুখ্যমন্ত্রী বিজেপির প্রমোদ সাওয়ান্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে দ্রুত চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। গোয়া পুলিশও খুনের ঘটনায় সুধীরের জড়িত থাকার স্বপক্ষে প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করেছে। সূত্রের খবর, সোনালি ফোগাট হত্যায় অভিযুক্তকে আদালতে তোলা হলে দোষী প্রমাণ করার ব্যাপার আত্মবিশ্বাসী পুলিশ।

আরও পড়ুন : সোনালি ফোগাটের পোস্টমর্টেম রিপোর্টে ঘনীভূত রহস্য, গ্রেফতার দুই সহকারী

এদিকে, শুক্রবার গোয়া পুলিশ তিনটি লাল রংয়ের ডায়েরি উদ্ধার করেছে সোনালির হরিয়ানার হিসারের বাড়ি থেকে। যা থেকে জানা গিয়েছে সুধীর সঙ্গে সোনালির লেনদেনের সম্পর্ক ছিল। মোটা অঙ্কের টাকা ধার দেওয়ার পাশাপাশি ভিন রাজ্যে ইনভেস্ট করার জন্যও সোনালি তাঁকে টাকা দিয়েছিলেন বলে জেনেছে পুলিশ। তা থেকে পুলিশের অনুমান, সোনালি খুনের নেপথ্যে থাকতে পারে অর্থনৈতিক কোনও বিষয়ও।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share