BJP: রাজনৈতিক প্রস্তাবে রইল অনুপ্রবেশের বিষয়, আর কী কী নিয়ে আলোচনা হল বিজেপির বৈঠকে, জানেন?

bjp_durgapur

মাধ্যম নিউজ ডেস্ক: যুদ্ধ ছাড়াই ভারত (India) দখলের পরিকল্পনা চলছে পশ্চিম বাংলার (West Bengal) সীমান্ত এলাকায়। দুর্গাপুরে বিজেপির (BJP) রাজ্য কর্ম সমিতির বৈঠকে আনা রাজনৈতিক প্রস্তাবে এভাবেই উল্লেখ করা হয়েছে অনুপ্রবেশের বিষয়টি। পদ্ম শিবির সূত্রে খবর, দু দিন ব্যাপী রাজ্য কর্মসমিতির বৈঠকে রাজনৈতিক প্রস্তাবে অনুপ্রবেশের বিষয়টিতে বেশি জোর দেওয়া হলেও, পাশাপাশি উল্লেখ করা হয়েছে দুর্নীতির বিভিন্ন বিষয়কেও। আবাস যোজনায় স্বজনপোষণ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথার পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তাব। রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী এ নিয়ে সরব হয়েছেন অনেক আগেই। এবার সেটি জায়গা পেল দলীয় প্রস্তাবেও।

বৈঠক শেষে…

দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে আয়োজন করা হয়েছিল বৈঠকের। উপস্থিত ছিলেন রাজ্যের প্রায় সমস্ত বিজেপি (BJP) নেতাই। শনিবার বৈঠকের শেষ দিনে উপস্থিত ছিলেন বিজেপির শ’ দেড়েক প্রতিনিধি। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলেনেতা শুভেন্দু। গেরুয়া শিবির সূত্রে খবর, বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি নেতারা। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। দুর্নীতির প্রতিবাদে বিজেপি রাজ্যজুড়ে গণআন্দোলনে নামবে বলেও সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।

আরও পড়ুুন: ভাঙড়ে আরাবুলের বাড়ির অদূরে মিলল বোমা, নেপথ্যে কারা?

এদিন রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি সামনে এসেছে। হাজার হাজার চাকরি বিক্রি করা হয়েছে। আজকেও যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছে। হাতেনাতে ধরা পড়েছে। এতেই প্রমাণিত শিক্ষা ব্যবস্থার দুর্নীতিতে শুধু পার্থ অর্পিতা যুক্ত নয়, শুধু মানিক সুবীরেশরা যুক্ত নয়, আরও অনেকেই যুক্ত আছে। তিনি বলেন, আক্রান্ত বিচার ব্যবস্থা। এটাও আজ বহু চর্চিত বিষয়। একটা সময় বামফ্রন্টের চেয়ারম্যান বলতেন, লালা বাংলা ছেড়ে পালা। এখন বাংলার শাসক এবং শাসকের মূল নেত্রী সব সীমা লঙ্ঘন করেছেন। হাইকোর্টের বিচারপতিকে অপমান করার জন্য পাঁচ লক্ষ টাকা জরিমানা বার কাউন্সিলে জমা করেছেন। শুভেন্দু বলেন, এই উদাহরণ আপনি গোটা দেশে পাবেন না। নির্বাচন-উত্তর হিংসায় আক্রান্তদের পাশে দল সব সময় থাকবে। এই বৈঠকে (BJP) এই বিষয়টি নিয়েও ফের আলোচনা হয়েছে বলেও জানান শুভেন্দু।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share