Calcutta High Court: পুর-নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে এখনই হস্তক্ষেপ নয়, সাফ জানাল আদালত

Calcutta_highcourt-1-750x430

মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মুখ পুড়ল রাজ্যের। পুর-নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে সিবিআই (CBI) তদন্ত নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ নয়। সাফ জানিয়ে দিল আদালত। রাজ্যকে ভর্ৎসনা করে বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, “সুপ্রিম কোর্টে মামলার তথ্য লুকিয়েছে রাজ্য। এমন আচরণ রাজ্যের কাছে বরদাস্ত নয়।”

সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল

পুর-নিয়োগ কেলেঙ্কারি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চের (অবসরকালীন) নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে রাজ্য। জুলাই মাসে শুনানি রয়েছে ওই মামলার। জানা গিয়েছে, দেশের শীর্ষ আদালতে এসএলপিতে তথ্য লুকিয়েছে রাজ্য। রাজ্যের এমন আচরণ বরদাস্ত নয় বলেই মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

কী বললেন বিচারপতি চক্রবর্তী?

বৃহস্পতিবার রাজ্যের আবেদনের শুনানি ছিল প্রধান বিচারপতি ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে (Calcutta High Court)। বিচারপতি চক্রবর্তী বলেন, “এখন অয়ন শীলের ঘটনায় পুর-নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর যুক্ত থাকার অভিযোগ উঠেছে। শিক্ষক নিয়োগের ওএমআর এবং পুরসভায় নিয়োগের ওএমআর অয়ন শীলের সংস্থা থেকেই গিয়েছিল বলে দাবি করা হচ্ছে। তাহলে, এই দুর্নীতি কি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? এই দুই দুর্নীতির তদন্ত কি একত্রে হওয়া উচিত নয়? এই পরিস্থিতিতে এই দুই দুর্নীতিকে কি আদৌ আলাদা করা সম্ভব? এই দুই দুর্নীতিকে যদি আলাদা আলাদা জায়গায় দাঁড় করাতে হয় তাহলে সেটা কীভাবে সম্ভব হবে? যদি আলাদা করা সম্ভব হয় তখনই এই প্রশ্ন উঠতে পারে যে তাহলে পুর-নিয়োগে দুর্নীতির তদন্ত কে করবে? রাজ্য না সিবিআই?”

আরও পড়ুুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই, জারি আদর্শ আচরণ বিধি

১৯ মার্চ ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীল। তার পর দু দিন ধরে অয়নের চূঁচুড়ার বাড়ি ও সল্টলেকের অফিস, ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। উদ্ধার হয় পুর-নিয়োগের ওএমআর শিট। সেই তথ্য আদালতে পেশ করে ইডি। ওই মামলার শুনানি চলছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। পরে মামলা যায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন বিচারপতি সিনহাও। এর পর ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share