Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Holi: ১৪ নাকি ১৫ মার্চ, কবে রঙের উৎসব? কখন লাগছে তিথি? কী বলছে পঞ্জিকা?

    Holi: ১৪ নাকি ১৫ মার্চ, কবে রঙের উৎসব? কখন লাগছে তিথি? কী বলছে পঞ্জিকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুধর্মে দোল পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ উৎসব। বাংলায় পালিত হয় দোল ও দেশের অন্যান্য অংশে পালিত হয় হোলি (Holi)। এদিন রঙ আবিরের (Dol Purnima) পিচকারি নিয়ে মজায় মেতে ওঠেন হিন্দুরা। সঙ্গে থাকে মিষ্টি। পাশাপাশি অন্যান্য খাবার-পানীয়ের সঙ্গে হালকা গান এবং খুশিতে নাচও চলে। হোলি বা দোল সাধারণত দুটি ফেজে হয়। হোলিকা দহন যা বাংলায় ন্যাড়া পোড়া নামে পরিচিত, আর রঙ্গোলি হোলি বা রঙের খেলা। প্রথমটিকে বলে ছোটি হোলি, দ্বিতীয়টিকে ধুলন্ডি বা ফাগুয়া। চলতি বছরে ১৩ মার্চ হবে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া (Holi)। ভক্তদের বিশ্বাস হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার মাধ্যমে মনের পাপ, লোভ, হিংসার শেষ হয়। রঙের উৎসব পালিত হবে ১৪ মার্চ। পূর্ণিমা তিথি শুরু হবে ১৩ মার্চ সকাল ১০.৩৫ মিনিট থেকে। আর তা শেষ হবে ১৪ মার্চ ১২.২৩ মিনিটে। উদয়া তিথি অনুসারে পূর্ণিমা পালিত হবে ১৪ মার্চ শুক্রবার। ১৪ মার্চ দোল এবং হোলি, দুই-ই এক দিনে পালিত হবে। এছাড়া চৈত্র কৃষ্ণ প্রতিপদে উদয়া তিথি পড়ছে বলে ভারতের বিভিন্ন প্রান্তে ১৫ মার্চও হোলি পালিত হবে।

    কী বলছে পঞ্জিকা

    বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

    পূর্ণিমা তিথি আরম্ভ হবে (Holi)

    ইংরেজি– ১৩ মার্চ, বৃহস্পতিবার।

    বাংলা– ২৯ ফাল্গুন, বৃহস্পতিবার।

    সময়– সকাল ১০টা ৩৭ মিনিট।

    পূর্ণিমা তিথি শেষ হবে (Holi)

    ইংরেজি– ১৪ মার্চ, শুক্রবার।

    বাংলা– ৩০ ফাল্গুন, শুক্রবার।

    সময়– সকাল ১২টা ২৫ মিনিট।

     

    গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

    পূর্ণিমা তিথি আরম্ভ হবে

    ইংরেজি– ১৩ মার্চ, বৃহস্পতিবার।

    বাংলা– ২৮ ফাল্গুন, বৃহস্পতিবার।

    সময়– সকাল ১০টা ২২ মিনিট ২৩ সেকেন্ড।

    পূর্ণিমা তিথি শেষ হবে (Holi)

    ইংরেজি– ১৪ মার্চ, শুক্রবার।

    বাংলা– ২৯ ফাল্গুন, শুক্রবার।

    সময়– সকাল ১১টা ৩৩ মিনিট ৪৯ সেকেন্ড।

    মহাপ্রভু শ্রীচৈতন্যদেবেরও জন্মতিথি দোলপূর্ণিমা (Holi)

    দোলযাত্রা প্রধানত বৈষ্ণব ধর্মীয় মানুষদের উৎসব হলেও সকলেই মেতে ওঠেন এই উৎসবে (Holi)। দোলযাত্রা (Dol Purnima) পালিত হয় ফাল্গুনী পূর্ণিমায়। ভক্তদের বিশ্বাস, এই তিথিতে শ্রীধাম বৃন্দাবনে শ্রীরাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ। সেই কারণে দোলপূর্ণিমার তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার বিগ্রহ নিয়ে শোভাযাত্রা বের করা বিভিন্ন জায়গায়। এর পাশাপাশি আবির খেলায় মেতে ওঠেন বৈষ্ণব সমাজের লোকজন। দোল উৎসব ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হলেও এই উৎসব ন্যাড়া পোড়া থেকেই শুরু হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, এই দোলপূর্ণিমার পুণ্য তিথি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবেরও জন্মতিথি।

  • Islamists Attack: এবার ক্রীড়াপ্রেমীদের মিছিলে হামলা মুসলমানদের, গাড়ি-দোকানদানিতে আগুন

    Islamists Attack: এবার ক্রীড়াপ্রেমীদের মিছিলে হামলা মুসলমানদের, গাড়ি-দোকানদানিতে আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম নবমীর মিছিলে হয়েছিল হামলা। এবার হামলা হল ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জয় উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলেও। প্রথম ঘটনাটি ঘটেছিল গত বছর, তৃণমূল শাসিত বাংলায়। আর এবারের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। ফেরা যাক খবরে।

    মিছিল লক্ষ্য করে পাথর (Islamists Attack)

    আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয়ী হয় ভারত। সেই উপলক্ষে সোমবার মহোওয় একটি মিছিল করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। মিছিলে যোগ দিয়েছিলেন ক্রিকেট লাভার্সরাও। অভিযোগ, মিছিল যখন জামা মসজিদ এলাকা দিয়ে যাচ্ছিল, তখন আচমকাই মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয় (Islamists Attack)। এলোপাথাড়ি পাথর ছোড়ায় অল্পবিস্তর জখম হন কয়েকজন। এর পরেই প্রতিরোধ গড়ে তোলে মিছিলে থাকা ক্রীড়াপ্রেমীরা। দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে বাইক ফেলেই পালিয়ে যান মিছিলে থাকা লোকজন।

    ভাঙচুর, অগ্নিসংযোগ

    তার পরেই হামলাকারীরা একতরফা ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে থাকে। মিছিলে হামলাকারীরা কয়েকটি যানবাহন এবং হিন্দুদের দোকানেও আগুন লাগিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মসজিদের কাছে থাকা লোকজনের হঠাৎ হামলায় হকচকিয়ে যান মিছিলে থাকা লোকজন। পরে প্রতিরোধ গড়ে তোলেন তাঁরা। কিন্তু বস্তুত মুসলমানদের আক্রমণের সামনে সেই প্রতিরোধ ভেসে যায় খড়কুটোর মতো। প্রাণ বাঁচাতে দৌড় লাগান ক্রীড়াপ্রেমীরা। রে রে করে তাঁদের পেছনে ছুটে যায় হামলাকারীরা। পরে তারা অন্তত দুটি গাড়ি এবং দুটি দোকানে আগুন লাগিয়ে দেয়। গাড়ি এবং দোকানগুলি হিন্দুদের।

    স্থানীয়দের বক্তব্য

    ক্রীড়াপ্রেমীদের মিছিলে হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন মহোওর এক বাসিন্দা। তিনি বলেন, “র‍্যালিটি (Islamists Attack) শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল। মিছিল যখন জামা মসজিদের কাছে পৌঁছায়, তখন একদল ইসলামপন্থী পাথর ছুঁড়তে শুরু করে। ফলে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মানুষ তাঁদের জীবন বাঁচানোর জন্য ছুটতে শুরু করেন। দুষ্কৃতীরা গাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেয়।”

    বিশাল পুলিশ বাহিনী

    খবর পেয়ে দ্রুত ইন্দোর গ্রামীণ ও ইন্দোর শহর থেকে নিয়ে গিয়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে দেন স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গেই দাঙ্গা নিয়ন্ত্রণ কর্মীদের সেখানে পাঠানো হয়। মহোও একটি সেনানিবাস শহর। সেখানে সেনা ইউনিটগুলিও সতর্ক ছিল। যদিও অল্পক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তাই আর অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েনের প্রয়োজন হয়নি। প্রসঙ্গত, ইন্দোর জেলা সদর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত মহোও শহর। সোমবার সকালে এখানেই ঘটে হিংসার ঘটনা। দুবাইয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় উপলক্ষে একদল তরুণ ক্রিকেটপ্রেমী বিজয় সমাবেশের আয়োজন করেছিলেন। সেই উপলক্ষে প্রথমে হয় মিছিল। সেই মিছিলেই হামলা চালায় মসজিদ এলাকার লোকজন।

    কী বলছেন এসপি

    এ প্রসঙ্গে ইন্দোর গ্রামীণ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SP) হিতিকা বাসল বলেন, “দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা (Islamists Attack) সৃষ্টি হয়। যার ফলে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। র‍্যালির সময় আতশবাজি সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে এই হিংসার ঘটনা শুরু হয় বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত তিনজন জখম হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা জনগণকে অনুরোধ করছি যেন কোনও ভুয়ো খবরে বিশ্বাস না করেন তাঁরা। পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা এলাকায় টহল দিচ্ছি। ঘটনাটি তদন্ত করা হবে (Champions Trophy)। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থাও নেওয়া হবে।”

    প্রশাসনের বক্তব্য

    ইন্দোর জেলার কালেক্টর আশিস সিং বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।” মানুষকে শান্ত থাকার ও গুজবে কান না দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। আশিস বলেন, “এলাকায় শান্তি ফিরে এসেছে। কোথাও কোনও সমস্যা নেই। আমি নাগরিকদের ধৈর্য ধরতে ও ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানাই। যারা এই হিংসার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শুরু হয়েছে।”

    পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি, গ্রামাঞ্চল) নিমিশ আগরওয়াল বলেন, “ঘটনার সঠিক ক্রম এবং দোষীদের (Islamists Attack) চিহ্নিত করার জন্য প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।” তিনি বলেন, “টিম ইন্ডিয়ার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উদযাপনের সময় সংঘর্ষ বাঁধে। এখন পরিস্থিতি স্থিতিশীল। আমরা সবাইকে অনুরোধ করছি আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য। আমাদের তদন্ত নিশ্চিত করবে যে হিংসার সঙ্গে জড়িত প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে। এখন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী অন্তত চারজন জখম হয়েছেন। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও বিস্তারিত তথ্য (Champions Trophy) প্রকাশ পাবে।”

  • Rajasthan: মুঘলদের পরাস্ত করার আনন্দ! রঙের নয়, রাজস্থানের এই গ্রামে হয় ‘বারুদের হোলি’

    Rajasthan: মুঘলদের পরাস্ত করার আনন্দ! রঙের নয়, রাজস্থানের এই গ্রামে হয় ‘বারুদের হোলি’

    মাধ্যম নিউজ ডেস্ক: রঙের বদলে বারুদ দিয়ে হোলি খেলার রীতি রয়েছে রাজস্থানের (Rajasthan) এই গ্রামে। ৫০০ বছর ধরে এমন ঐতিহ্য চলে আসছে রাজস্থানের উদয়পুর জেলার মেনার গ্রামে। রঙ দিয়ে নয় বরং আতশবাজি, কামানের গোলা এবং আগ্নেয়াস্ত্র দিয়ে উদযাপন করা হয় হোলি। এই হোলি বারুদ হোলি (Gunpowder Holi) নামে পরিচিত। স্থানীয়দের বিশ্বাস, মুঘলদের পরাজিত করার পর গ্রামের মানুষজন এভাবেই তাঁদের জয়ের আনন্দে মেতেছিলেন।

    কী বলছেন গবেষক?

    এনিয়ে গবেষক চন্দ্রশেখর শর্মা বলেন, ‘‘মহারাণা প্রতাপ মুঘল বাহিনীর বিরুদ্ধে হলদিঘাটির যুদ্ধ শুরু করেন। সেইসময় তিনি মেওয়ারের প্রতিটি মানুষকে আত্মসম্মান ও সাহসিকতা শিক্ষা দিয়েছিলেন। এর পরে, মহারাণা প্রতাপের পুত্র অমর সিংহের নেতৃত্বে চলে মুঘলদের বিরুদ্ধে লড়াই। সেসময় মেনারের কাছে একটি মুঘল শিবির (Rajasthan) ছিল। গ্রামবাসীরা সেখানে আক্রমণ করে এবং মুঘল সেনাবাহিনীকে পরাজিত করে। তারপর থেকেই এভাবেই পালিত হয়ে আসছে হোলি। রঙ নয় বারুদের হোলি।’’

    বীরত্বের গানের মধ্য দিয়েই পালিত হয় এই উৎসব (Rajasthan)

    হোলির (Rajasthan) এক সপ্তাহ আগে থেকেই এই গ্রামে শুরু হয়ে যায় উৎসব। হোলির আর কয়েকদিন বাকি। এখন থেকেই সারারাত গ্রামে কামান, আতশবাজি এবং আগ্নেয়াস্ত্রের শব্দ শোনা যাচ্ছে।এনিয়ে গবেষক চন্দ্রশেখর শর্মা বলেন, ‘‘মেনার গ্রামের মানুষ এই উৎসবের জন্য সারাবছর অপেক্ষা করে থাকে। আশেপাশের প্রচুর মানুষজন এখানে হোলির উদযাপন দেখতে আসেন।’’ সংবাদমাধ্যমকে তিনি আরও জানান, বীরত্বের গানের মধ্য দিয়েই পালিত হয় এই উৎসব।

    উদয়পুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত হল এই গ্রাম

    উদয়পুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত হল এই মেনার গ্রাম। হোলির সাতদিন আগে থেকেই রাত ৯টার পর, সমস্ত গ্রামবাসী প্রাচীন ভারতীয় সৈন্যদের পোশাক এবং ঐতিহ্যবাহী রাজস্থানী পোশাক পরেন। এরপরেই শুরু হয় শোভা যাত্রা (Rajasthan)। প্রথা অনুযায়ী থাকে সঙ্গে থাকে বন্দুক এবং তরোয়ারি।

  • India: দুবাইয়ে কিউয়ি বধ, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের

    India: দুবাইয়ে কিউয়ি বধ, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবাইয়ের নিউজিল্যান্ডকে হারাল ভারত। ৪ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। ২০১৩ সালের পর ফের একবার ভারতের ঘরে এল চ্যাম্পিয়ন্স ট্রফি। নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে মারকাটারি ইনিংস খেললেন রোহিত। ১ ওভার বাকি থাকতেই এই রান তুলে নেয় ভারত।

    ২৫ বছর পরে বদলা (India)

    অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলেন রোহিত শর্মারা (India) । প্রসঙ্গত, ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। সেসময় অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই হারের বদলা নিল রোহিত ব্রিগেড (Champions Trophy 2025)। প্রসঙ্গত, গত বছর জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপেও জিতেছিল ভারত। মাত্র ৯ মাসের মধ্যে অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জিতল ভারত। কোচ হিসেবেও সফল হলেন গৌতম গম্ভীর। নিজের প্রথম আইসিসি ট্রফিতেই দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি।

    ভেল্কি দেখালেন স্পিনাররা (India)

    তবে ভারতের ফিল্ডিং একেবারেই ভালো হয়নি। বোলার হিসেবে তবে ভেল্কি দেখালেন ভারতীয় স্পিনাররা। স্পিনের ফাঁদে জব্দ হল নিউজিল্যান্ড। বরুণ, কুলদীপ যাদব, অক্ষর পটেল ও রবীন্দ্র জাডেজা এই চার স্পিনার ৩৮ ওভার বলে করে খরচ করলেন মাত্র ১৪৪ রান। একইসঙ্গে তুলে নিলেন ৫ উইকেট। টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউজল্যান্ড তোলে ২৫১/৭। যা ৬ বল বাকি থাকতেই তুলে নিল ভারত।

    নিউজিল্যান্ডের দুই ওপেনার শুরুটা ভালোই করেন

    এদিনও টসে হারেন রোহিত শর্মা (India) । টস জিতে ফাইনালে প্রথমে ব্যাট করে নেওয়ার বিকল্প বেছে নেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডের দুই ওপেনার – উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র শুরুটা ভালোই করেন। বিশেষ করে রাচিন ঝোড়ো ব্যাটিং করেন। তাঁর ২৮ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলেন শামি। এরপর ২৯ রানের মাথায় ফের তাঁর ক্যাচ ফেলেন শ্রেয়স। এত ক্যাচ না পড়লে হয়ত আরও কম রানে আটকে রাখা যেত কিউয়িদের, এমনটাই জানাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

  • Yogi Adityanath: আশি-বিশের লড়াই, উত্তরপ্রদেশে বিপুলভাবে জিতবে বিজেপি, দাবি যোগীর

    Yogi Adityanath: আশি-বিশের লড়াই, উত্তরপ্রদেশে বিপুলভাবে জিতবে বিজেপি, দাবি যোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২ বছর পরেই ভোট উত্তরপ্রদেশে। এই আবহে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) ৮০ শতাংশেরও বেশি আসন পাবে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, ২০২৭ সালের নির্বাচন হতে চলেছে আশি-বিশের লড়াই। তিনি বলেন, “২০২৭ সালের নির্বাচন আশি-বিশের যুদ্ধ। আশি শতাংশ বিজেপি এবং ২০ শতাংশে অন্যরা পাবে।”

    ২০২২ সালের নির্বাচনে বিপুল জয় পায় বিজেপি (BJP)

    প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল উত্তরপ্রদেশের নির্বাচন। সে সময়ও যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) এ কথাই বলতে শোনা গিয়েছিল। অর্থাৎ আশি-বিশের লড়াই। ওই নির্বাচনে বিপুল জয় পায় বিজেপি। ৪০৩টি বিধানসভার আসনের মধ্যে ২৯১টি আসনে জিতেছিল গেরুয়া শিবির। অর্থাৎ মোট আসনের ৭২ শতাংশ এসেছিল বিজেপির দখলে। সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট আটকে যায় মাত্র ১০৯টি আসনে।

    এই মুহূর্তে ভোট হলে জিতবে বিজেপি, বলছে সমীক্ষা

    প্রসঙ্গত এই অনুষ্ঠানেই তাঁকে প্রশ্ন করা হয় যে আগামী দিনে তিনি এই বিজেপির ব্যাটন সামলাবেন কিনা! এর উত্তরে যোগী (Yogi Adityanath) জানান, তিনি একজন যোগী এবং দেশ ও জনগণের কল্যাণের জন্য তিনি সংকল্পবদ্ধ। যোগী আদিত্যনাথের নিজের ভাষায়, “দেখুন, আমি কারও উত্তরাধিকারী নই। আমি একজন যোগী। ভারত মাতার একজন সেবক হিসেবে এইভাবেই কাজ করতে চাই। আমাকে উত্তর প্রদেশের জনগণের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সেই দায়িত্ব পালন করছি।” প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে আশানুরূপ ফল হয়নি বিজেপির। গেরুয়া শিবির আটকে যায় ৩৩ আসনে। অন্যদিকে, সমাজবাদী পার্টি জেতে ৩৭ আসনে। তবে তারপর থেকে হওয়া উপনির্বাচনগুলিতে বিপুল জয় পায় বিজেপি। এই আবহে ইন্ডিয়া টুডে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে। সেখানে উঠে এসেছে এই মুহূর্তে ভোট হলে বিজেপি বিপুলভাবে জিতবে উত্তরপ্রদেশে। অর্থাৎ ২০২৭ সালে টানা তিনবারের জন্য উত্তরপ্রদেশে জিততে চলেছে বিজেপি। এমনটাই বলছে বর্তমান সমীক্ষা।

  • PM Modi: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে দেখতে এইমসে গেলেন প্রধানমন্ত্রী

    PM Modi: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে দেখতে এইমসে গেলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) দেখতে এইমসে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শনিবার মধ্য রাতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা অধুনা উপরাষ্ট্রপতি ধনখড়। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।

    হাসপাতালে উপরাষ্ট্রপতি (PM Modi)

    রবিবার দুপুরে তাঁকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী। হাসপাতালে তিনি উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ নেন। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। পরে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের স্বাস্থ্য সম্পর্কে খবর নিতে দিল্লি এইমস হাসপাতালে গিয়েছিলাম। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।” উপরাষ্ট্রপতি চিকিৎসাধীন রয়েছেন এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান রাজীব নারাঙের তত্ত্বাবধানে। ইতিমধ্যেই তাঁর শরীরে নানাবিধ পরীক্ষা হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল টেস্টের রিপোর্ট এলে পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করা হবে (PM Modi)। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

    আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু ধনখড়ের

    এর আগেও একবার ধনখড়কে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল। ম্যালেরিয়া হওয়ায় ২০২১ সালের ২৫ অক্টোবর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেই সময় তিনি ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। ১৯৭৮-৭৯ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক হন ধনখড়। কর্মজীবন শুরু করেন আইনজীবী হিসেবে। দীর্ঘ দিন ধরে রাজস্থানের হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে ওকালতি করেছেন ধনখড়।

    ধনখড় ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি। তাঁর আগে তিনি ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। ১৯৮৯ সালে রাজনৈতিক যাত্রা শুরু হয় ধনখড়ের। ঝুনঝুনু লোকসভা আসন থেকে নির্বাচনে জয়লাভ করে রাজনীতিতে চলে আসেন তিনি। পরের বছরই সংসদীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ১৯৯৩ সালে রাজস্থান বিধানসভা নির্বাচনে আজমের জেলার কিষানগড় অসনে জয়ী হন তিনি। পিভি নরসিংহের আমলে যোগ দেন কংগ্রেসে। পরে যোগ দেন বিজেপিতে। তার পরেই হন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এই সময় বাংলার শাসক দল তৃণমূলের সঙ্গে প্রায়ই নানা কারণে সংঘাত বাঁধে তাঁর। ধনখড়ের (Jagdeep Dhankhar) আমলেই রাজভবন ও নবান্ন সংঘাত চরমে উঠেছিল (PM Modi)।

  • Haryana Village: ঋষির অভিশাপে হরিয়ানার গ্রামে ৩০০ বছর ধরে পালিত হয় না হোলি

    Haryana Village: ঋষির অভিশাপে হরিয়ানার গ্রামে ৩০০ বছর ধরে পালিত হয় না হোলি

    মাধ্যম নিউজ ডেস্ক: রঙের উৎসবের আর কয়েকটা দিনই বাকি। বিশ্বজুড়ে পালিত হবে হোলি (Holi)। ঠিক এই সময়ই পুরনো রীতি অনুযায়ী হোলি পালিত হবে না হরিয়ানার একটি গ্রামে (Haryana Village)। হরিয়ানার কৈথাল জেলার দুসেরপুর গ্রাম। গত ৩০০ বছর ধরে হোলি উৎসব পালিত হচ্ছে না এই গ্রামে। কেন জানেন? গ্রামবাসীরা জানাচ্ছেন, এর পিছনে রয়েছে এক ঋষির অভিশাপ। যে কারণে গ্রামে আজও পালিত হয়না হোলি। সারাদেশ রঙের খেলায় মেতে উঠলেও কৈথাল একেবারেই রঙহীন থাকে। বাচ্চা থেকে বৃদ্ধ কেউই মেতে ওঠেন না হোলিতে। হোলিকা দহনের দিনে এক ঋষির অভিশাপই গ্রামবাসীদের বিরত রেখেছে উৎসবের আনন্দ থেকে।

    কী বলছে জনশ্রুতি (Haryana Village)

    জনশ্রুতি আছে যে প্রায় ৩০০ বছর আগে গ্রামবাসীরা হোলিকা দহনের জন্য কাঠ, ঘুঁটে এবং অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করছিল। অনুষ্ঠান শুরুর অনেক আগেই গ্রামের কিছু যুবক তাতে আগুন জ্বালিয়ে দেয়। যুবকদের এহেন আচরণ দেখে প্রতিবাদ জানান গ্রামের রাম সাধু নামে এক ঋষি। তিনি যুবকদের থামানোর চেষ্টা করেন। কিন্তু তারা ঋষির কথা শুনতে চায়না। উপরন্তু ঋষির ছোটখাটো (Haryana Village) আকার নিয়ে মজাও করে। অপমানিত ঋষি এরপরেই আগুনে ঝাঁপিয়ে পড়েন। তখনই গ্রামবাসীদের অভিশাপ দেন যে দুসেরপুরে আর কখনও হোলি উৎসব পালিত হবে না। যে ব্যক্তি হোলি উদযাপন করবে সে অভিশপ্ত হবে।

    কীভাবে মিলবে অভিশাপ থেকে মুক্তি?

    জানা যায়, তারপর থেকেই দুসেরপুরে আর কখনও হোলি (Holi) উৎসব পালিত হয়নি। আরও বলা হয় যে, ওই ঋষি অভিশাপের প্রতিকারেরও ব্যবস্থা করেছিলেন। তিনি সেসময় হোলির দিন যদি গ্রামে কোনও গরু একটি বাছুর জন্ম দেয় অথবা কোনও শিশু জন্মায় তবেই গ্রামবাসীরা অভিশাপ থেকে মুক্তি পাবে (Haryana Village)। আজ ৩০০ বছর পেরিয়ে গেলেও কিন্তু হোলির দিন দুসেরপুরে কোনও বাছুর বা কোনও শিশু জন্মগ্রহণ করেনি।

  • Hizbul Terrorist: কাশ্মীরে বিস্ফোরক-সহ গ্রেফতার মোস্ট ওয়ান্টেড জঙ্গি, ছক কষেছিল নাশকতার?

    Hizbul Terrorist: কাশ্মীরে বিস্ফোরক-সহ গ্রেফতার মোস্ট ওয়ান্টেড জঙ্গি, ছক কষেছিল নাশকতার?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৮ বছর ধরে পালিয়ে বেড়ানোর পরেও শেষ রক্ষা হল না। জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) পুঞ্চ থেকে গ্রেফতার হিজবুল জঙ্গি (Hizbul Terrorist)। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। দীর্ঘদিন পালিয়ে বেড়ানো এই জঙ্গিকে শেষমেশ গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা এবং জম্মু-কাশ্মীরের কাঠগড় থানার পুলিশ। শনিবার উলফত হুসেন নামের ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়। পুলিশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল হুসেনের নাম। তার মাথার দাম ছিল ২৫ হাজার টাকা।

    পুঞ্চে ঘোরাফেরা জঙ্গির (Hizbul Terrorist)

    জানা গিয়েছে, সম্প্রতি উত্তরপ্রদেশের সাহারনপুরের সন্ত্রাসদমন শাখার কাছে খবর আসে জম্মু-কাশ্মীরের পুঞ্চে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে হুসেনকে। খবর পেয়েই পুঞ্চে পৌঁছে যান সন্ত্রাসদমন শাখার কর্তারা। তাঁরা যোগাযোগ করেন কাঠগড় থানার সঙ্গে। তার পরেই মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিকে ধরতে অভিযানে নামে সন্ত্রাসদমন শাখা ও কাঠগড় থানার পুলিশ। গ্রেফতার করা হয় হুসেনকে। তার কাছ থেকে একটি একে ৪৭, একে ৫৬, দুটি পিস্তল, ১২টি হ্যান্ড গ্রেনেড, ৩৯টি টাইমার, ৫০টি ডিটোনেটর, ৩৭টি ব্যাটারি, ২৯ কেজি বিস্ফোরক, ৫৬০টি তাজা কার্তুজ এবং ৮টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। ২০০২ সালে চার সঙ্গী-সহ গ্রেফতার করা হয়েছিল হুসেনকে।

    পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল হুসেন

    ২০০৮ সালে জেল থেকে ছাড়া পায়। তার পর থেকেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল হুসেন। আদালতে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল হুসেনকে। তবে বারবারই হাজিরা এড়িয়ে গিয়েছে সে (Hizbul Terrorist)। এর পরেই হুসেনের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। ঘোষণা করা হয় পুরস্কারও। হুসেনের খোঁজে চলতে থাকে তল্লাশি। অবশেষে পুঞ্চ থেকে গ্রেফতার করা হয় হুসেনকে। জানা গিয়েছে, পলাতক এই জঙ্গির কাছ থেকে যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে, তাতে মনে করা হচ্ছে দেশে বড়সড় হামলার পরিকল্পনা করেছিল মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি। এক বছর ধরে পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণও নিয়েছিল হুসেন।

    ১৯৯১ সালে জম্মু-কাশ্মীর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই হুসেন ধর্মীয় শিক্ষার পাঠ নিতে কাশ্মীর থেকে উত্তরপ্রদেশের বারেলিতে আসে হুসেন। পরে রামপুরে এবং তারও (Jammu And Kashmir) পরে মোরাদাবাদে যায় সে। সেখানেই সে মৌলবী ‘সেজে’ ছিল (Hizbul Terrorist)।

  • AMU: প্রতিবাদ শুরু হতেই বদল সিদ্ধান্ত, হোলি উদযাপন হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে

    AMU: প্রতিবাদ শুরু হতেই বদল সিদ্ধান্ত, হোলি উদযাপন হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (AMU) হোলি উদযাপন নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক দানা বেঁধে ছিল। প্রথমে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় হোলি পালন হবেনা সেখানে। পরে নিজেদের সিদ্ধান্তে ১৮০ ডিগ্রি ঘুরে যায় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে, ক্যাম্পাসের ‘নন রেসিডেন্শিয়াল স্টুডেন্ট ক্লাব’ বা NRSCর হল-এ হোলি খেলা যাবে। তবে এই জন্য দুটি দিন এই উদযাপনের জন্য বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ।

    কী বললেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াসিম আলি

    এবিষয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (AMU) অধ্যাপক মহম্মদ ওয়াসিম আলি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘হোলি উদযাপনে আগ্রহী AMU-এর ছাত্রছাত্রীরা ১৩ এবং ১৪ মার্চ NRSC ক্লাবে এই উৎসব উদযাপনের অনুমতি পাবেন। এই ধরনের উদযাপনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য ক্লাবটি খোলা থাকবে।’’

    অনুমতি চেয়েছিলেন পড়ুয়া অখিল কৌশল

    প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের (AMU) পড়ুয়া অখিল কৌশল, গত ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের চত্বরের NRSC ক্লাবে হোলি খেলার জন্য অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। কিন্তু সেই অনুমতি না মেলায় শুরু হয়েছিল বিতর্ক। তারপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত সামনে আসে। অনুমতি পাওয়ার পরে এই সিদ্ধান্তকে অখিল কৌশল ‘ঐতিহাসিক’ বলে ব্যাখ্যা করেছেন।

    অনুমতি না দেওয়ার কী কারণ জানিয়েছিল কর্তৃপক্ষ

    এর আগে ক্যাম্পাসের ওই হল-এ হোলি খেলার (Holi) অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। তারা জানিয়েছিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (AMU) হোলি সহ কোনও উৎসব উদযাপনের উপর কোনও বিধিনিষেধ নেই। তবে নতুন কোনও ঐতিহ্য তৈরির জায়গা নেই এখানে। এরপরই সরব হতে দেখা যায় হিন্দুত্ববাদী সংগঠন স্থানীয় অখিল ভারতীয় কর্নিসেনাকে। তারা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়। যাতে শহরের এডিএম ওই বিশ্ববিদ্যালয়ে হোলি খেলার অনুমতি দেন, তার জন্য তাঁরা আবেদন করেন। এরই মাঝে আলিগড়ের বিজেপি সাংসদ সতীশ গৌতম সরব হন। তাঁকে রীতিমতো হুঁশিয়ারিও দিতে শোনা যায়। এই আবহে বিতর্ক দানা বাঁধতেই সামনে এল বিশ্ববিদ্যালয়ের নয়া সিদ্ধান্ত।

  • BJP: “দলের পরাজয়ের জন্য রাহুল গান্ধীই দায়ী,” তোপ বিজেপির

    BJP: “দলের পরাজয়ের জন্য রাহুল গান্ধীই দায়ী,” তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: “দলের পরাজয়ের জন্য রাহুল গান্ধীই (Rahul Gandhi) দায়ী এবং তাঁর ব্যর্থতার জন্য অন্যদের দোষারোপ বন্ধ করা উচিত।” শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের জন্য তাঁকে এই ভাষায়ই আক্রমণ শানাল বিজেপি (BJP)। দু’দিনের গুজরাট সফরে গিয়েছিলেন রাহুল। দ্বিতীয় দিনে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “বিজেপির জন্য কাজ করা দলের নেতা-কর্মীদের ছেঁকে বের করার প্রয়োজন আছে।” এঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তাও দেন তিনি। হুঁশিয়ারি দেন অপসারণেরও।

    রাহুলকে আক্রমণ (BJP)

    এর পরেই রাহুলকে আক্রমণ শানান বিজেপি নেতৃত্ব। বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, “রাহুল ও তাঁর মা সোনিয়া গান্ধী দলের শীর্ষে আসার পর থেকে কংগ্রেসের অবস্থা আরও খারাপ হয়েছে।” সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “কংগ্রেসের ১৪০ বছরের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ নেতা গুজরাটে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে তাদের সাফল্যের মূল মন্ত্র শেখাচ্ছেন। যদিও এটি দলের অভ্যন্তরীণ বিষয়, তাঁর মন্তব্য অবশ্যই কংগ্রেসের অভ্যন্তরীণ দুর্দশা এবং তাঁর ক্রমশ অবনতিশীল মানসিক অবস্থার দিকেই ইঙ্গিত করে।”

    সবচেয়ে খারাপ নেতা

    রাজ্যসভার এই সাংসদের অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকার এবং মিডিয়ার ওপর দোষারোপ করার পর, তিনি এখন নিজের দলের লোকদের দোষারোপ করতে শুরু করেছেন। পদ্ম-পার্টির এই নেতা (BJP) বলেন, “এভাবে প্রকাশ্যে নিজের দলের লোকদের অপমান করার উদাহরণ আপনি অন্য কোনও নেতার মধ্যে খুঁজে পাবেন না। গান্ধী যদি আত্মবিশ্লেষণ করেন, তবে তিনি বুঝতে পারবেন যে তিনি দলের সবচেয়ে খারাপ নেতা।”

    বিজেপির আর এক জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “রাহুল গান্ধী গুজরাটে নিজেকে এবং তাঁর দলকে ট্রোল করেছেন এবং নিজের প্রতিচ্ছবি দেখিয়েছেন – তিনি তাঁর ব্যর্থতার জন্য খাড়্গেজি এবং তাঁর দলের কর্মীদের দোষারোপ করছিলেন। তিনি বলেছেন, তাঁর দলের অর্ধেকেরও বেশি নেতা বিজেপির সঙ্গে গোপন আঁতাতে যুক্ত। আর তিনিই নিজের দলকে ৯০টিরও বেশি নির্বাচনে পরাজিত করেছেন। এই দিক থেকে, তিনিই বিজেপির সবচেয়ে বড় সম্পদ।” তাঁর প্রশ্ন, “আপনি (Rahul Gandhi) কি বিজেপির সঙ্গে গোপন আঁতাতে যুক্ত (BJP)?”

LinkedIn
Share