মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির (BJP) সঙ্গ ছেড়ে আরজেডির (RJD) হাত ধরে সরকার গড়ছেন সংযুক্ত জনতা দলের প্রধান নীতীশ কুমার (Nitish Kumar)। এর নেপথ্যে রাষ্ট্রীয় জনতা দলের (RJD) কুলপতি তথা নীতীশের প্রাক্তন জোটসঙ্গী লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) ভূমিকা অনস্বীকার্য বলে মনে করছে রাজনৈতিক মহল। এই সরকার গঠনের সিদ্ধান্ত হয় মাসখানেক আগেই এমনই অনুমান রাজনীতিকদের।
তখন লালু অসুস্থ। জুলাই মাসের শুরুতে লালুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পাটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সেই সময়ই তাঁকে দেখতে যান নীতীশ। রাজ্য সরকারের খরচেই লালুকে চিকিৎসা করানোর জন্য দিল্লির এমস-এও পাঠান জেডিইউ প্রধান। সূত্রের খবর, লালু যে সময় এইমস-এ ভর্তি ছিলেন, সেই সময় সেখানে নিয়মিত চেকআপ করাতে যেতে শুরু করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝিও। এর পর একে একে আরজেডি, জেডিইউ, বাম এবং কংগ্রেসের নেতাদের আনাগোনা বাড়ে এইমস-এ। পাটনা থেকে যোগাযোগ রাখতে শুরু করেন নীতীশের দলের লোকজন। আর সেখানে বসেই লালু বিহারে রাজনৈতিক পরিবর্তনের চিত্রনাট্য লেখা শুরু করেন বলে অনুমান রাজনীতিকদের।
आसमान की बुलंदी से भी ऊंचा उनका ईमान है
जनता-जनार्दन का जो अभिमान हैं🙏 pic.twitter.com/STxIHZ2GWI— Rohini Acharya (@RohiniAcharya2) August 9, 2022
মঙ্গলবারই একটি তাৎপর্যপূর্ণ ট্যুইট (Tweet) করেন লালুপ্রসাদের (Laluprasad’s Daughter) ছোট মেয়ে রোহিণী আচার্য। সিঙ্গাপুর নিবাসী রোহিনী একটি জনপ্রিয় ভোজপুরি সঙ্গীতের লাইন ট্যুইট করে বোঝাতে চেয়েছেন, বিহারে ফের যাদব-রাজ আসন্ন। অর্থাৎ বাবা লালুপ্রসাদ, মা রাবড়িদেবীর পর এবার দাদা তেজস্বী।
शंखनाद!
पहले दी पँख अब देंगे उड़ान।चाणक्य मतलब बिहार
बिहारी मतलब चाणक्यफर्ज़ी चाण्क्यगिरी बिहार के बाहर चलाइयेगा।
बोले बिहार- तेजस्वी भवः सरकार💚@yadavtejashwi pic.twitter.com/Lo2oFsmukg
— Raj Lakshmi Yadav راج لکشمی (@Rajlakshmiyadav) August 9, 2022
লালুকন্যা রাজলক্ষ্মী যাদবও বাবার একাধিক ছবির কোলাজ পোস্ট করে লেখেন, ‘‘শঙ্খ বাজাও। আগে ডানা দিয়েছিলেন, এ বার উড়তেও শেখাবেন। চাণক্য মানেই বিহার, বিহারি মানেই চাণক্য। ভুয়ো চাণক্যগিরি বিহারের বাইরে চলুক। বিহার বলছে, তেজস্বী ভবঃ সরকার’।
আরও পড়ুন: পাটনায় পালাবদল! নীতীশ মুখ্যমন্ত্রী হলেও বেশি ক্ষমতা থাকবে লালু-পুত্রর হাতে?
উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে বারবার জোট বদলেছেন নীতীশ। তাঁকে ‘পল্টুরাম’ বলে কটাক্ষও করেন লালু। লালুর থেকে সেই কটাক্ষ ধার করতে দেখা যায় আরও অনেককেই। তবে অতীত ভুলে সেই নীতীশকেই পথ দেখালেন লালু, এমনই অভিমত বিরোধীদের।
Leave a Reply