চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন।
২) চাকরি পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করে থাকলে তা আপাতত বাতিল করুন।
বৃষ
১) কাউকে কাজে সাহায্য করতে চাইলে মন থেকে করুন। তখনই এর দ্বারা লাভান্বিত হবেন।
২) আটকে থাকা কাজ পুরো করার জন্য ভাইদের পরামর্শ নিতে পারেন।
মিথুন
১) কোন রোগ থাকলে তা বাড়তে পারে। এর ফলে দুশ্চিন্তিত থাকবেন।
২) সন্তানের তরফে আনন্দদায়ক সংবাদ শুনতে পাবেন। এর ফলে মনের বোঝা হাল্কা হবে।
কর্কট
১) জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য পাবেন।
২) মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।
সিংহ
১) প্রেম জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।
২) নিজের মানসিকতার কারণে পথভ্রষ্ট হবেন। কিন্তু মা-বাবার পরামর্শে সমস্ত কাজ পুরো করতে সফল হবেন।
কন্যা
১) ছাত্রছাত্রীদের পরিশ্রম করতে হবে। তখনই সাফল্য লাভ সম্ভব।
২) আর্থিক প্রকল্পে লগ্নি করবেন, এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
তুলা
১) নতুন পথে হেঁটে আর্থিক লাভ অর্জন করতে পারেন।
২) সম্পত্তি ক্রয়ের আগে সবদিক ভালোভাবে খতিয়ে দেখে নিন।
বৃশ্চিক
১) ব্যবসায়ে উন্নতির জন্য যে চেষ্টা করছেন, তাতে কোনও তাড়াহুড়ো করবেন না। তা না-হলে লোকসান হতে পারে।
২) সন্ধ্যাবেলা শত্রুর সঙ্গে বিবাদ হলে, ধৈর্য ধরতে হবে আপনাদের।
ধনু
১) আত্মীয়ের জন্য কিছু টাকার ব্যবস্তা করতে পারেন।
২) ছোট ব্যবসায়ীরা নগদ টাকার অভাব অনুভব করবেন।
মকর
১) সন্তানের তরফে কাঙ্খিত ফলাফল পাবেন। যা আপনার আনন্দের কারণ হয়ে দাঁড়াবে।
২) কিছু অনাবশ্যক ব্য়য়ের মুখোমুখি হতে পারন। অনিচ্ছা সত্ত্বেও এই ব্যয় করতে হবে।
কুম্ভ
১) বাড়ি ও চাকরির জন্য কোনও সিদ্ধান্ত নিলে তা ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। তা না-হলে উন্নতির পথে বাধা সৃষ্টি হবে।
২) টাকা ধার নেওয়ার পরিকল্পনা করলে আজকের দিনটি তা এড়িয়ে যান। কারণ তা শোধ করা কঠিন হয়ে পড়বে।
মীন
১) সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।
২) বাড়িতে কোনও পুজোর ব্যবস্থা করতে পারেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply