চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় মনে আনন্দ থাকবে।
২) জীবনসঙ্গীর সঙ্গ ও সহযোগিতা লাভ করবেন।
বৃষ
১) পরিবার সদস্যদের জন্য সময় বের করতে পারবেন না। জীবনসঙ্গী ক্ষুব্ধ হবে।
২) কাজের কারণে যাত্রায় যাওয়ার পরিকল্পনা করে থাকলে তা বাতিল করুন।
মিথুন
১) আয় মাথায় রেখে ব্যয় করলে অভাব দেখা দেবে না।
২) স্বাস্থ্য বিশেষ ভালো থাকবে না।
কর্কট
১) সন্তান পরীক্ষায় সফল হবে। তাঁদের প্রতি আপনার বিশ্বাস মজবুত হবে।
২) মায়ের স্বাস্থ্য সমস্য়া বাড়তে পারে।
সিংহ
১) ব্যবসায়িক সিদ্ধান্তের দ্বারা লোকসান হতে পারে। বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে সিদ্ধান্ত নিন।
২) পরিবারের সদস্যের বিয়ের পাকা কথা হতে পারে।
কন্যা
১) মা-বাবার আশীর্বাদে যে কাজ করবেন, তাতে সফল হবেন।
২) বিদেশে বসবাসকারী আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।
তুলা
১) ছাত্রছাত্রীরা শিক্ষক ও বরিষ্ঠদের আশীর্বাদ চাইবেন।
২) নতুন ব্যবসায় লগ্নির পরিকল্পনা আপাতত বাতিল করুন। তা না-হলে ভবিষ্যতে বড়সড় লোকসান হতে পারে।
বৃশ্চিক
১) ভাইয়ের সাহায্যে ধন লাভ করতে পারেন এই রাশির জাতক।
২) সম্পত্তি বিবাদে সাফল্য লাভ করতে পারেন। এর ফলে মন প্রসন্ন হবে।
ধনু
১) ধর্মীয় কাজে রুচি বাড়বে। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করবেন।
২) ভাগ্যের সাহায্যে প্রচুর ধন লাভ হতে পারে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
মকর
১) অনাবশ্যক ব্যয় বহন করতে হবে।
২) নতুন কাজে মন খুলে লগ্নি করুন। কারণ এর ফলে ভবিষ্যতে লাভ অর্জন করতে পারবে।
কুম্ভ
১) প্রিয় মানুষের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। তা না-হলে সমস্যায় জড়াতে পারেন।
২) পরিবারের সদস্যদের সঙ্গে কাছের বা দূরের যাত্রা করতে পারেন। এর দ্বারা লাভ হবে।
মীন
১) কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে কাজ হাসিল করলে সফল হবেন। এর দ্বারা লাভান্বিত হবেন।
২) খোশমেজাজ ব্যক্তিত্ব হওয়ার কারণে সকলে আপনার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইবেন। এর ফলে বন্ধু সংখ্যা বাড়বে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply