চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) কাজে সাফল্য লাভ করায় মনে আনন্দ থাকবে।
২) দাম্পত্য জীবনে সন্ধ্যাবেলা কোনও অবসাদ দেখা দেবে।
বৃষ
১) ব্যবসায়ীরা দুপুর পর্যন্ত ব্যস্ত থাকবেন।
২) অসম্পূর্ণ কাজ পূর্ণ করার পর কাজে মনোনিবেশ করতে পারবেন না।
মিথুন
১) চোখ, পিঠ বা কাঁধের সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন।
২) কর্মক্ষেত্রে অযথা দৌড়ঝাঁপের কারণে কোনও কিছুই অর্জন করতে পারবেন না।
কর্কট
১) সন্ধ্যাবেলা বিনোদনে কাটাবেন। মনে আনন্দ আসবে।
২) আয়ের চেয়ে বেশি ব্যয় হবে।
সিংহ
১) জীবনসঙ্গী কোনও অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
২) ব্যক্তিগত প্রচেষ্টার ফলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভ করবেন।
কন্যা
১) প্রেম সম্পর্কের কারণে পরিজনদের সঙ্গে বিরোধিতায় জড়াতে পারেন।
২) কোনও ইচ্ছাপূরণ করতে পারেন।
তুলা
১) প্রেম সম্পর্কের জন্য সময় ভালো।
২) বাড়িতে কোনও বস্তুর কেনাকাটার সময় ছোটখাটো মতভেদ হতে পারে।
বৃশ্চিক
১) আইন-আদালতের মামলায় সাফল্য লাভ করতে পারবেন।
২) ধন লাভ হবে। সন্ধ্যাবেলা প্রচুর ব্যয় হবে।
ধনু
১) পারিবারিক জীবনে অবসাদ থাকবে। সুসংবাদ পাবেন।
২) অসম্পূর্ণ কাজ পূরণ করার চেষ্টা করুন।
মকর
১) ভাগ্য আপনার সঙ্গে।
২) কম চেষ্টায় ভালো সাফল্য লাভ করবেন।
কুম্ভ
১) মনস্কামনা পূরণের ফলে উৎসাহিত থাকবেন।
২) সন্ধ্যাবেলা আনন্দ লাভের সুযোগ পাবেন।
মীন
১) অন্যান্য দিনের তুলনায় অধিক অর্থাগমন হওয়ায় আনন্দিত থাকবেন।
২) দুপুর নাগাদ কোনও ইচ্ছাপূরণ হওয়ায় মনে আনন্দ জাগবে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply