চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে আজকের দিন? দেখে নিন এক নজরে
মেষ
১) পারিবারিক জীবন মোটেও ভালো যাবে না আজ।
২) স্বাস্থ্য ভালো থাকবে। প্রাপ্য টাকা ফিরে পাবেন।
বৃষ
১) বিবাহিত জীবন ভালো কাটবে।
২) প্রেমিক বা প্রেমিকা একে অপরকে নীল রঙের ফুল উপহার দিলে সম্পর্ক দৃঢ় হবে।
মিথুন
১) আজ একাকী সময় কাটাতে ভালো লাগবে।
২) দরিদ্রদের বস্ত্রদান করুন।
কর্কট
১) ভালো স্বাস্থ্যের জন্য পকেটে লাল রুমাল রাখুন।
২) আত্মীয়রা আপনার কাছে টাকা ধার চাইবে।
সিংহ
১) স্বাস্থ্যের দিকে আরেকটু বেশি যত্নের প্রয়োজন।
২) একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে।
কন্যা
১) লটারিতে টাকা পাওয়ার যোগ।
২) দুধ, চাল এবং চিনি দিয়ে পায়েস বানান। চাঁদ ওঠার পর চাঁদের আলোয় বসে এটি খান। জীবনে সমৃদ্ধি আসবে।
তুলা
১) কোনও বন্ধু বিশ্বাসঘাতকতা করতে পারে আজ।
২) একাকিত্ব বোধ করবেন আজ।
বৃশ্চিক
১) দিনটি সবদিক থেকে ইতিবাচক কাটবে।
২) গঙ্গাজল দিয়ে ইষ্টদেবতার পুজো করুন।
ধনু
১) দিনটি সবদিক থেকে ভালো যাবে। কর্মজীবনে উন্নতি যোগ।
২) আজকের দিনে লাল কাপড় পরলে বিশেষ শুভ।
মকর
১) আর্থিক প্রাপ্তিযোগ।
২) বন্ধুরা আপনার পাশে থাকবে আজকের দিনে।
কুম্ভ
১) গভীর মানসিক শান্তি উপলব্ধি করবেন।
২) সন্ধ্যা পর থেকে বিশেষ শুভ।
মীন
১) সমৃদ্ধির জন্য সূর্যোদয়ের সময় ১১বার ‘ওম’ মন্ত্র পাঠ করুন এবং সূর্য প্রণাম করুন।
২) আর্থিক দিক থেকে দিনটি ততটা ভাল যাবে না।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও পরামর্শ পালন করার আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply