চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) ব্যবসায়ীরা বিলম্বে সিদ্ধান্ত গ্রহণের কারণে সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলতে পারেন। সাবধানে সিদ্ধান্ত গ্রহণ করুন।
২) পরিবারের মহিলাদের সাহায্য লাভ করবেন।
বৃষ
১) ধন লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে। তবে সাফল্য লাভের ফলে আনন্দিত হবেন।
২) বয়স্কদের আশীর্বাদ ও সাহায্য লাভ করবেন।
মিথুন
১) স্ত্রী পক্ষের তরফে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
২) পরিবারের সঙ্গে যাত্রার পরিকল্পনা করতে পারেন।
কর্কট
১) সন্তানের সাফল্যে আনন্দিত হবেন।
২) পরিবারের বয়স্করা কোনও কারণে রেগে যাবেন।
সিংহ
১) পারিবারিক পরিবেশ সাধারণ থাকবে।
২) গুরুত্বপূর্ণ কাজে মহিলাদের পরামর্শ কার্যকরী প্রমাণিত হবে।
কন্যা
১) ঝুঁকি পূর্ণ কাজে শীঘ্র লাভ হবে।
২) মনস্কামনা পূরণের ফলে পরিবারের পরিবেশ আনন্দমুখর থাকবে।
তুলা
১) আশপাশের লোকেদের কম মনে করবেন, এর ফলে আপনার লোকসান হবে।
২) সন্ধ্যা নাগাদ আকস্মিক ধন লাভ হবে।
বৃশ্চিক
১) বাড়ির মহিলাদের কাছ থেকে আর্থিক সাহায্য লাভ করবেন।
২) স্বাস্থ্য সমস্যা হতে পারে।
ধনু
১) চাকরি ও ব্যবসার সঙ্গে জড়িত মহিলারা অধিক সাবধানে কাজ করুন।
২) ছোটখাটো ভুলের কারণে লোকসান হতে পারে।
মকর
১) ব্যবসায় পরিশ্রমের ফলাফল পাবেন।
২) সন্ধ্যাবেলা ব্যবসায়ীদের জন্য বিশেষ ভাবে ভালো। বিবাদ এড়িয়ে যান।
কুম্ভ
১) ব্যবসায় আপনার পরিশ্রমের লাভ অন্যেরা তুলবেন।
২) সমাজে অপ্রীতিকর কোনও মন্তব্য করবেন না, মানহানির প্রসঙ্গ তৈরি হতে পারে।
মীন
১) লাভের স্থানে আকস্মিক লোকসান হতে পারে।
২) কাজে বাধা আসায় ঝুঁকি নিতে ভয় পাবেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply