চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) কর্মক্ষেত্রে আর্থিক লাভ অর্জন করবেন।
২) বন্ধুদের কাছ থেকে উৎসাহ ও সহযোগিতা লাভ করবেন। পারিবারিক জীবন সুখে কাটবে।
বৃষ
১) জীবনসঙ্গীর সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটাবেন।
২) ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার দ্বারা লাভান্বিত হবেন।
মিথুন
১) মায়ের সঙ্গে কথা কাটাকাটি হবে।
২) আজ পরিস্থিতি ও বাণী নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব্যয় হবে আজ।
কর্কট
১) ব্যবসায় ভালো উপার্জন করবেন।
২) সন্তানের পক্ষে সুসংবাদ পাবেন। ইচ্ছাপূরণ হবে আজ।
সিংহ
১) সন্তানের স্নেহ ও সহযোগিতা পাবেন।
২) ব্যবসায়িক কারণে দূরে বা পাশে যাত্রা করতে হলে অবশ্যই যান।
কন্যা
১) রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা ভালো সুযোগ পাবেন।
২) আজ ব্যবসার জন্য ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন।
তুলা
১) আর্থিক দিক দিয়ে জটিলতায় দিন কাটাবেন।
২) অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন।
বৃশ্চিক
১) পরিবারের কোনও সদস্যের বিয়ের আলোচনা চলতে থাকলে তা পাকা হবে।
২) সম্পত্তি সংক্রান্ত বিবাদে সাফল্য লাভ করতে পারেন।
ধনু
১) ধর্মীয় অনুষ্ঠানে সাহায্য করবেন। ভাষায় মাধুর্য বজায় থাকবে।
২) মহিলা বন্ধুর সাহায্যে পদোন্নতি সম্ভব।
মকর
১) শ্বশুরবাড়ির তরফে সম্মান লাভ করতে পারেন।
২) জীবনসঙ্গীর জন্য কোনও উপহার নিতে পারেন।
কুম্ভ
১) পরিবারে কোনও বিবাদ চললে তা কোনও বরিষ্ঠ সদস্যের সাহায্যে সমাপ্ত হবে।
২) ভাইয়ের বিয়ে পাকা হতে পারে। এর ফলে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে।
মীন
১) কর্মক্ষেত্রে ব্যবসার পরিকল্পনা করে থাকলে তাতে লাভ হবে।
২) আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply