চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) কোনও কাছের মানুষের পরামর্শে দুশ্চিন্তার সমাধান করতে পারবেন।
২) পরিবারের কোনও সদস্যের বিয়ের আলোচনা চললে, তা আজ আত্মীয়দের সাহায্যে পাকা হতে পারে।
বৃষ
১) পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন।
২) ভাই-বোনের সঙ্গে পুরনো স্মৃতি ভাগ করে নিতে পারেন।
মিথুন
১) ভাই-বোনের সঙ্গে মিলে কোনও শুভ অনুষ্ঠানের প্রস্তুতির জন্য পরিশ্রম করবেন।
২) পরিবারের সদস্যদের সঙ্গে এখনও প্রেমীর সাক্ষাৎ না-করালে, আজকের দিনটি তার জন্য উপযুক্ত।
কর্কট
১) আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।
২) বহুদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাবেন।
সিংহ
১) বাবার স্বাস্থ্য সমস্যা থাকলে কষ্ট বাড়তে পারে।
২) ব্যবসায় পরিবর্তনের কথা চিন্তাভাবনা করবেন, যার দ্বারা ভবিষ্যতে নিশ্চিত লাভ সম্ভব হবে।
কন্যা
১) সন্ধ্যা নাগাদ চিন্তার কারণে মন বিচলিত হবে।
২) জীবনসঙ্গীর জন্য কোনও উপহার নিতে পারেন।
তুলা
১) রাজনীতিক উদ্দেশে কাজ করেন যাঁরা, তাঁরা নিজের উদ্দেশে সফল হবেন।
২) প্রেম জীবনে সঙ্গীকে কোনও সারপ্রাইজ দিতে পারেন।
বৃশ্চিক
১) আজ মিশ্র ফলাফল লাভ করবেন।
২) ব্যবসায় সাফল্যের জন্য তিক্ততাকে মিষ্টতায় পরিণত করতে শিখতে হবে।
ধনু
১) অংশীদারীত্বে কোনও মুনাফা করে থাকলে ভবিষ্যতে তার দ্বারা ভালো মুনাফা হবে।
২) সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন।
মকর
১) সন্ধ্যা নাগাদ বাড়িতে পূজার্চনার আয়োজন করতে পারেন।
২) ব্যবসায়িক লাভে অসন্তুষ্ট থাকবেন।
কুম্ভ
১) মানসিক সমস্যাগুলিকে পরিবারের বরিষ্ঠ সদস্যদের সঙ্গে ভাগ করে নেবেন। এর ফলে সমস্যার সমাধান করতে পারবেন।
২) চাকরির খোঁজে থাকলে আজ কোনও নতুন সুযোগ পেতে পারেন।
মীন
১) নিজের পরিশ্রম ও বড়দের আশীর্বাদে বহু প্রতীক্ষিত মূল্যবান বস্তু লাভ করবেন।
২) জীবনসঙ্গীর জন্য কোনও নতুন ব্যবসা শুরু করতে পারেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply