চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) কাজ ও ব্যবসায় দুপুর পর্যন্ত যে পরিশ্রম করবেন, সন্ধ্যার পর তার ফলাফল পাবেন।
২) আকস্মিক সুসংবাদে উৎসাহিত হয়ে পড়বেন।
বৃষ
১) আকস্মিক দুর্ঘটনা বা অন্য কারণে শারীরিক কষ্ট হতে পারে। হাত-পায়ে দুর্বলতা থাকবে, যে কারণে দৈনন্দিন কাজ প্রভাবিত হবে।
২) ব্যবসায়িক কাজে অধিক পরিশ্রম করতে হবে, তবে দেরিতে লাভ অর্জন করবেন।
মিথুন
১) ঋণের টাকা ফিরে পেতে পারেন।
২) সরকারি বা পৈতৃক কাজ পুরো করার চেষ্টা করুন, লাভ হবে।
কর্কট
১) অসুস্থতার কারণে অফিসের কাজে সমস্যা দেখা দিতে পারে। বুকে সংক্রমণ হতে পারে।
২) দায়িত্বপূরণ করতে না-পারায় বয়স্করা ক্ষুব্ধ হবেন।
সিংহ
১) লোকদেখানো স্বভাবের জন্য পরিবারের সুখ-সুবিধায় ব্যয় করবেন। পরবর্তীকালে আর্থিক সমস্যায় জড়াতে পারেন।
২) পারিবারিক শান্তি ভঙ্গ হবে।
কন্যা
১) যে কাজ করার চিন্তা করবেন তাতে কোনও না-কোনও বাধা আসায় চিন্তিত থাকবেন।
২) আর্থিক লেনদেনে স্পষ্টতা রাখুন, যা করার পাকাপাকি করুন।
তুলা
১) ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন।
২) বাড়িতে কোনও না-কোনও কারণে অধিক দৌড়ঝাপ করতে হবে।
বৃশ্চিক
১) কঠিন পরিশ্রমের পর কাজে সাফল্য অর্জন করতে পারবেন।
২) মহিলাদের বাড়ির কাজে অধিক দৌড়ঝাপ করতে হবে। সকলে তাঁদের ত্রুটি বের করবেন।
ধনু
১) নিজের প্রতিশ্রুতি পূরণ না-করায় ব্যবসা ও পরিবারে বিবাদ বাঁধতে পারে।
২) কাজের চেয়ে বেশি আনন্দকে গুরুত্ব দিলে লোকসান হতে পারে।
মকর
১) কোনও কথায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানাবেন না, এর ফলে পরিবেশ নষ্ট হবে।
২) ছোটখাটো কথায় আঘাত পেতে পারেন।
কুম্ভ
১) ব্যবসায়ীরা অংশীদারের সঙ্গে পুরনো বিবাদ ভুলে নতুন ভাবে কাজ শুরু করুন।
২) সহকর্মীরা আপনার ব্যবহারে তুষ্ট থাকবেন। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ পূর্ণ করতে পারবেন।
মীন
১) শেয়ার ও অন্যান্য ঝুঁকিপূর্ণ প্রকল্পে লগ্নি করলে চটজলদি ফল পাবেন।
২) বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply