চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) আর্থিক লাভ সম্ভব, তবে লাভের পরিমাণ প্রত্যাশার চেয়ে কম।
২) চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ কাজের জন্য লম্বা ছুটি নেওয়ার পরিকল্পনা করবেন।
বৃষ
১) ব্যবসায়িক পরিকল্পনায় মনোনিবেশ করতে হবে। তখনই লাভ অর্জন করতে পারবেন।
২) দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাবেন।
মিথুন
১) শারীরিক ক্লান্তি সত্ত্বেও কাজে ব্যস্ত থাকবেন, যার ফলে আপনার স্বাস্থ্য খারাপ হবে।
২) প্রচুর দর কষাকষি করে আর্থিক কাজ সম্পন্ন হবে।
কর্কট
১) বার বার চেষ্টা করা সত্ত্বেও হতাশ হবেন।
২) বাড়ি ও বাইরে নিজের অতিরিক্ত কথা বলার স্বভাবের কারণে সমস্যায় জড়াতে পারেন।
সিংহ
১) নতুন কোনও প্রকল্পে লগ্নি করবেন না। কারণ সেই প্রকল্প আটকে যেতে পারে।
২) পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন।
কন্যা
১) জমি-সংক্রান্ত কাজে কোনও তাড়াহুড়ো করবেন না, তা না-হলে পরে অনুতাপ হতে পারে।
২) কর্মক্ষেত্রে উন্নতি হওয়ায় স্বস্তি পাবেন।
তুলা
১) আর্থিক লাভ আপনাকে সন্তুষ্টি দেবে।
২) সকলকে সঙ্গে নিয়ে এগোবেন, এর ফলে অধিক সম্মান পাবেন।
বৃশ্চিক
১) যেচে কাউকে কোনও পরামর্শ দেবেন না, তা না-হলে সম্মান হানি হতে পারে।
২) দুটি বিবাদিত পক্ষের মধ্যে মিটমাট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ধনু
১) আর্থিক লাভের জন্য অপেক্ষা করতে হবে।
২) সহকর্মীর সঙ্গে বিনম্র ব্যবহার করুন, তা না-হলে নিজেই সমস্ত কাজ করতে হবে।
মকর
১) ভাই-বোনের মধ্যে বিচারধারার মতভেদের কারণে পরিবারে কলহ হতে পারে।
২) গুরুত্বপূর্ণ কাজে লগ্নি করবেন না। লোকসানের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ
১) প্রতিযোগিতা কমায় লাভের সুযোগ রয়েছে।
২) নিশ্চিত সময়ে লেনেদেনের ফলে ধন লাভ হতে পারে।
মীন
১) কর্মক্ষেত্রে আপনার ব্যবহার প্রশংসিত হবে।
২) দুপুর নাগাদ ক্লান্তি বা অন্য়ের ব্যবহারের কারণে মেজাজ খিটখিটে হতে পারে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply