চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) কোনও অসহায়কে দান করে আত্মসন্তুষ্টি অনুভব করবেন।
২) ভাই বা পরিবারের অন্য সদস্যদের জেদি ব্যবহার, আপনাকে কিছু সময়ের জন্য চিন্তিত করে তুলবে।
বৃষ
১) ধন লাভের প্রচেষ্টায় কোনও অভাব থাকবে না, কিন্তু আশা অনুযায়ী ফলাফল লাভ করবেন না।
২) পরিবারের সদস্যদের কারণে মানসিক চাপ অনুভব করবেন।
মিথুন
১) দিনের শুরুতে পারিবারিক ও ব্যবসায়িক জটিলতার কারণে অবসাদ অনুভব করবেন।
২) সুসংবাদ পাবেন। কাজের ক্ষেত্রেও দিন অনুকূল।
কর্কট
১) ব্যবসায়ীরা কোনও গুরুত্বপূর্ণ কাজ করায় সন্তুষ্ট হবেন।
২) প্রয়োজনে বাড়ির সদস্যদের সহযোগিতা লাভ করবেন।
সিংহ
১) দৌড়ঝাঁপ করে ধন লাভ করলেও, তা সঞ্চয় করতে পারবেন না।
২) পৈতৃক সম্পত্তির কারণে কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।
কন্যা
১) কাজ ও ব্যবসার গতি কমবে।
২) আধ্যাত্মিক কাজের সঙ্গে সংযুক্ত থাকবেন।
তুলা
১) বেশি কথা বলার কারণে বাড়ির পরিবেশ কিছুক্ষণের জন্য খারাপ হবে।
২) বাড়ির বয়স্কদের ওষুধপত্রে ব্যয় করতে হবে।
বৃশ্চিক
১) পরিশ্রমের অনুকূল ফলাফল না-পাওয়ায় দুখী থাকবেন।
২) আকস্মিক ঘুরতে যাবেন কোথাও।
ধনু
১) চাকরিজীবী ও ব্যবসায়ীরা বুদ্ধি ও কর্মকুশলতা অনুযায়ী ধন উপার্জন করবেন।
২) পারিবারিক প্রয়োজনীয়তায় অর্থ ব্যয় করবেন।
মকর
১) বাড়ির মহিলারা আর্থিক সমস্যার সমাধানের চেষ্টা করবেন।
২) স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক অবসাদের কারণে মনে মনে রেগে থাকবেন।
কুম্ভ
১) মা-বাবার সঙ্গে স্নেহপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন।
২) স্বামী-স্ত্রীর মধ্যে অহংকার বা জেদের কারণে কথা কাটাকাটি হতে পারে।
মীন
১) দৌড়ঝাপ ও ব্যয় সত্ত্বেও পরিস্থিতি বিশেষ উৎসাহজনক থাকবে না।
২) দাঁত ও হাড়ে ব্যথা, মূত্রাশয়ে সমস্যা হতে পারে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply