চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) পরিজনদের ব্যবহার আপনার প্রতিকূলে থাকবে।
২) সকলে আপনার সমালোচনা করবে। ব্যবসার গতি কম হবে।
বৃষ
১) ধৈর্য ধরুন। চাকরিজীবীরা কর্মক্ষেত্র থেকে অধিক প্রত্যাশা করবেন না।
২) কোনও না কোনও ভাবে আকস্মিক লাভের ফলে সঞ্চয় বাড়বে।
মিথুন
১) স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে কথা কাটাকাটি হতে পারে। তবে কোনও বিষয়কে অধিক গম্ভীর হতে দেবেন না।
২) ব্যবসায়িক যাত্রার ফলে ধন লাভ সম্ভব।
কর্কট
১) ঝামেলার কাজ থেকে দূরে থাকুন।
২) স্বামী-স্ত্রীর কোনও গোপন ইচ্ছা পূর্ণ না হওয়ায় মনে তিক্ততা দেখা দেবে।
সিংহ
১) বুক বা বুকের ওপরের অংশে সমস্যা উৎপন্ন হতে পারে।
২) বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন। তবে মনের মিল না ঘটায় কষ্ট হবে।
কন্যা
১) বাড়িতে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে।
২) কারও সঙ্গে বিবাদ সম্ভব। ঝুঁকি নেবেন না, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
তুলা
১) ছোটখাট কথায় বিতর্ক হতে পারে। স্বাস্থ্য দুর্বল হবে।
২) কাজ ও ব্যবসায় আর্থিক স্থায়িত্ব থাকবে না। মহিলারা ভেবেচিন্তে কথা বলুন।
বৃশ্চিক
১) ধর্মীয় কাজে আস্থা থাকা সত্ত্বেও ভাগ্যের সঙ্গ পাবেন না।
২) পুরনো অসম্পূর্ণ কাজের ফলে সমস্যায় পড়বেন।
ধনু
১) দৌড়ঝাপ সত্ত্বেও বিশেষ আয় সম্ভব নয়।
২) সহকর্মীরা নিজের কাজ আপনার ওপর জোর করে চাপিয়ে দেবেন।
মকর
১) নিষ্ঠার সঙ্গে ধর্মীয় কাজ করবেন।
২) পরিজনদের সময় দিন।
কুম্ভ
১) কাজ ও ব্যবসায় প্রতিযোগিতা সত্ত্বেও কোনও বাধা আসবে না।
২) অতীতের পরিকল্পনা কার্যকর হবে।
মীন
১) বাড়ির পরিবেশ শান্ত থাকবে।
২) ব্যবসা বা অন্যান্য পারিবারিক কারণে বিবাদ হতে পারে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply