চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন।
২) কোনও নিকটাত্মীয়ের কথা আপনার খারাপ লাগতে পারে।
বৃষ
১) ব্যবসা পরিবর্তনের কথা চিন্তাভাবনা করে থাকলে লাভ হবে।
২) ছাত্রছাত্রীরা সিনিয়রদের সান্নিধ্য কামনা করবেন।
মিথুন
১) দাম্পত্য জীবনের অবসাদ সমাপ্ত হবে।
২) সন্তানকে নতুন কোর্সে ভরতি করানোর জন্য দৌড়ঝাঁপ করতে হবে।
কর্কট
১) ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা কার্যকর করবেন।
২) শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে বিবাদ বাধতে পারে।
সিংহ
১) প্রেম জীবনে অবসাদ দেখা দিতে পারে।
২) সন্তানের জন্য উপহার কিনতে পারেন।
কন্যা
১) দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি কাজ পুরো হবে। এর ফলে আপনার মন আনন্দিত থাকবে।
২) রাজনীতির উদ্দেশ্যে যে কাজ করবেন, তাতে সাফল্য অর্জন করবেন।
তুলা
১) কোনও সরকারি কাজে আধিকারিকদের সাহায্যে সাফল্য লাভ করবেন।
২) নিজের কাজ পুরো করতে সারাদিন ব্যস্ত থাকবেন।
বৃশ্চিক
১) বিবাহযোগ্য জাতকরা এমন কোনও বিয়ের প্রস্তাব পাবেন, যার ওপর ভালো করে চিন্তাভাবনা করতে হবে।
২) ভাইদের সঙ্গে সম্পর্কে অবসাদ থাকলে তা শেষ হবে।
ধনু
১) শত্রুরা আজ আপনার বন্ধু হবেন।
২) সন্তানকে ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে দেখে আনন্দিত হবেন।
মকর
১) অংশীদারীত্বে কোনও ব্যবসা করার পরিকল্পনা করে থাকলে আজকের দিনটি তার জন্য সবচেয়ে ভালো।
২) সন্ধ্যাবেলা মন্দির ঘুরতে যেতে পারেন।
কুম্ভ
১) ছাত্রছাত্রীরা কারও সাহায্য কামনা করবেন।
২) সন্ধ্যাবেলা কোনও ধর্মীয় স্থানে যাত্রায় যেতে পারেন।
মীন
১) শারীরিক বা মানসিক অসুস্থতা থাকলে কষ্ট বাড়বে।
২) কোনও নতুন কাজে লগ্নির পরিকল্পনা করে থাকলে বিরত থাকুন, তা না-হলে ভবিষ্যতে লোকসান হতে পারে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply