চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) কোনও সদস্যের ক্ষোভের কারণে বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে।
২) নিজের মধুর স্বভাবের কারণে পরিস্থিতি ভালো করতে পারবেন।
বৃষ
১) ব্যবসায়িক কারণে যাত্রা করতে পারেন এই রাশির জাতক।
২) কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। পরিজনদের সঙ্গে সময় কাটান।
মিথুন
১) ব্যবসায় ধন লাভের যোগ তৈরি হচ্ছে।
২) কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। সব দিক দিক খেয়াল রাখুন।
কর্কট
১) সরকারি ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের লাভ হবে।
২) আর্থিক পরিকল্পনা সফল হবে। অতিরিক্থ ব্যয় করবেন না।
সিংহ
১) ব্যবসায় উন্নতি হবে ও আয়ের নতুন সুযোগ পাবেন।
২) খাওয়া-দাওয়ায় সতর্ক হতে হবে।
কন্যা
১) সন্ধ্যা নাগাদ আকস্মিক ধন লাভ।
২) মনে আনন্দ জাগবে। সারাদিন ফুরফুরে মেজাজে কাটবে।
তুলা
১) চাকরিজীবীরা আয়ের নতুন উৎস পাবেন।
২) আধিকারিকদের কৃপায় বেতনবৃদ্ধি সম্ভব। গৃহে আনন্দের পরিবেশ।
বৃশ্চিক
১) বিপরীত পরিস্থিতিতেও রাগ নিয়ন্ত্রণে রাখুন।
২) ব্যবসায়িক কারণে কোনও যাত্রা করলে লাভান্বিত হবেন।
ধনু
১) ভাইয়ের সাহায্যে আটকে থাকা টাকা ফিরে পাবেন।
২) বন্ধুর জন্য টাকা জোগাড় করতে হতে পারে।
মকর
১) নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। নয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে।
২) বুদ্ধি ও বিবেক দ্বারা যে কাজ করবেন, তাতে অবশ্যই সাফল্য লাভ করবেন।
কুম্ভ
১) প্রেম জীবনের জন্য দিন ভালো।
২) সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
মীন
১) মা-বাবার পরামর্শে লাভ হবে।
২) সন্ধ্যা নাগাদ ঘুরতে ফিরতে কোনও গুরুত্বপূর্ণ তথ্য লাভ করবেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply