চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) পূজার্চনা থেকে সময় বের করে ধর্মীয় যাত্রায় উপস্থিত হবেন। দানের ইচ্ছা থাকবে।
২) ব্যবসার পরিস্থিতি ভালো নয়। তাই লাভ অর্জনের নীতি অবলম্বন করবেন।
বৃষ
১) দিনের শুরু ও শেষ ছাড়া পুরো সময় মানসিক জটিলতায় ভুগবেন।
২) চাকরি ও ব্যবসায় সাফল্যের আনাগোনা লেগে থাকবে।
মিথুন
১) কিছু সময়ের জন্য ব্যবসায়ীরা হতাশ থাকবেন ও লোকসানের আশঙ্কা করবেন।
২) স্বাস্থ্য ভাল থাকবে না আজ।
কর্কট
১) আজ পরিশ্রম করলে ভবিষ্যতে লাভান্বিত হবেন।
২) তাড়াহুড়োয় কাউকে টাকাপয়সা সংক্রান্ত কোনও প্রতিশ্রুতি দেবেন না।
সিংহ
১) বিপরীত লিঙ্গের কোনও ব্যক্তির সঙ্গে কথা বলার সময় অধিক সতর্ক থাকুন।
২) কেউ সহজে আপনার ভুল ধরে ফেলবে, যার ফলে পড়ে সমস্যায় পড়তে পারেন।
কন্যা
১) সরল ও সাত্বিক কাজ থেকে সরে ভুলভাল কাজের প্রতি আপনার মন আকৃষ্ট হবে।
২) চাকরিজীবীরা সহকর্মী বা অন্য কোনও ব্যক্তির সঙ্গে ছোটখাট কথায় বিবাদে জড়িয়ে পড়বেন।
তুলা
১) কাজ ও ব্যবসার জটিলতার কারণে মেজাজ খিটখিটে থাকবে।
২) কারও ভুলের জন্য অন্যকে দোষ দিলে আপনার সম্মান কমবে।
বৃশ্চিক
১) আজ পরিশ্রমের ফল না-পাওয়ায় রেগে যাবেন।
২) দিনের শুরুতে শান্ত থাকলেও, সারা দিন অযথা দৌড়ঝাঁপ করে যাবেন।
ধনু
১) চাকরিজীবীরা আধিকারিকদের থেকে সতর্ক থাকুন। ছোটখাট ভুলও ক্ষমার যোগ্য নয়।
২) মাঝরাতের পর দৌড়ঝাঁপ করে সময় কাটাতে হবে।
মকর
১) সহকর্মীরা সামনে থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ করলেও পরে সমস্যা হতে পারে।
২) ঋণ বেশি হওয়ায় হাতে টাকা টিকবে না।
কুম্ভ
১) পরিবারের কোনও ব্যক্তির খিটখিটে মেজাজের কারণে বাড়ির পরিবেশ নষ্ট হবে।
২) সন্ধ্যার পর অসুস্থ হতে পারেন।
মীন
১) বাড়ির বরিষ্ঠদের পরামর্শ উপেক্ষা কররবেন না, তা না-হলে পরে অনুতাপ হতে পারে।
২) কর্মক্ষেত্র ও ব্যবসায় ওঠাপড়া লেগে থাকবে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply