চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) কাজ ও ব্যবসায় কোনও আত্মীয়ের ওপর বিশ্বাস করবেন না।
২) শ্বশুরবাড়ির সদস্যদের নিজের মনের কথা জানাবেন না।
বৃষ
১) নিজের লগ্নি নিয়ন্ত্রণ করতে পারবেন।
২) ভাইদের সঙ্গে বিবাদ চলতে থাকলে আজ তার সমাধান হবে।
মিথুন
১) সহকর্মীদের সাহায্যে একাধিক চিন্তা দূর হবে।
২) সন্ধ্যাবেলা কোনও মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
কর্কট
১) সন্তানের পড়াশোনায় আগত আর্থিক সমস্যা উন্নত হবে।
২) যাঁরা চাকরির খোঁজে রয়েছেন বা যাঁরা নতুন ব্যবসা শুরুর চেষ্টা করছেন, তাঁরা ভালো পদক্ষেপ করবেন।
সিংহ
১) চাকরি ও ঘরে সতর্ক ও সাবধান থাকতে হবে।
২) মনের কথা কাউকে জানাবেন না, তা না-হলে পরিবারের কোনও সদস্য আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে।
কন্যা
১) রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা কেরিয়ারে সাফল্য লাভ করবেন।
২) সন্ধ্যাবেলা বাড়ির পরিবেশ গম্ভীর থাকবে।
তুলা
১) সরকারি চাকরিজীবীরা সহকর্মীর সঙ্গে বিরোধিতায় জড়াতে পারেন।
২) বিবাহযোগ্যরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন।
বৃশ্চিক
১) বাড়ির পুরনো ও বহুদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ করার চেষ্টা করবেন।
২) প্রেম জীবনে প্রেমীর সঙ্গে ঘোরার পরিকল্পনা করতে পারেন।
ধনু
১) আজ আপনার রুচি কোনও সৃজনশীল কাজে বাড়বে।
২) কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে সন্তুষ্ট হবেন।
মকর
১) সুসংবাদ পাওয়ায় মনে আনন্দ জাগবে।
২) অনাবশ্যক বিবাদ এড়িয়ে যান।
কুম্ভ
১) প্রেম জীবনে আনন্দিত ও উৎসাহিত থাকবে।
২) অফিসে আপনার পদোন্নতি ও বেতনবৃদ্ধির আলোচনা হতে পারে।
মীন
১) সকাল থেকেই জরুরি কাজ মেটাতে ব্যস্ত থাকবেন।
২) আজ পরিবারের কোনও সদস্যের সঙ্গে কোনও কারণে কথা কাটাকাটি হতে পারে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply