চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) মনে অঘটনের ভয় থাকবে। এর ফলে নিজের কাজ ভেস্তে দেবেন।
২) ব্যবসায়িক কারণে যাত্রা করে থাকলে সফল হবেন।
বৃষ
১) আত্মীয়ের জন্য টাকা জোগাড় করতে হবে।
২) শ্বশুরবাড়ির তরফে ধন লাভ সম্ভব।
মিথুন
১) অংশীদারীত্বে ব্যবসা করে থাকলে আয়ের নতুন সুযোগ পাবেন।
২) সন্ধ্যা নাগাদ ধর্মীয় স্থানের যাত্রায় যাবেন।
কর্কট
১) অন্যের ভালোর কথা ভাববেন।
২) পরিবারে ভাই-বোনের সাহায্য নিতে পারেন। এর ফলে আটকে থাকা কাজ পূর্ণ হবে।
সিংহ
১) কাছের বা দূরের যাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
২) দীর্ঘদিন ধরে ধার দিয়ে থাকা টাকা ফিরে পাবেন।
কন্যা
১) চাকরিজীবীরা ব্যবসার কথা চিন্তাভাবনা করে থাকলে দিন ভালো।
২) শ্বশুরবাড়ির কোনও সদস্য টাকা ধার চাইলে ভালোভাবে চিন্তা ভাবনা করবেন।
তুলা
১) সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।
২) চাকরিতে ভালো লোকের সঙ্গে দেখা হবে, তাঁদের প্রশংসা লাভ করবেন।
বৃশ্চিক
১) যোগ্য ব্যক্তির কাছ থেকে বিবাহের ভালো প্রস্তাব পাবেন, পরিজনদের সহমতি থাকবে।
২) সন্ধ্যা নাগাদ প্রিয় মানুষের বিয়েতে অংশগ্রহণ করবেন।
ধনু
১) জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ বাঁধতে পারে, তবে তাঁর দৃষ্টিভঙ্গী বুঝতে হবে আপনাদের।
২) সন্তানের বিবাহে আগত বাধা দূর করার জন্য পরিজনদের সাহায্য নেবেন।
মকর
১) পরিবারে কোনও সমস্যা থাকলে তা সমাপ্ত হবে।
২) ছোট বাচ্চারা নিজের কিছু দাবিদাওয়া পেশ করতে পারেন।
কুম্ভ
১) প্রেম জীবনে অবসাদ থাকবে।
২) সন্ধ্যা নাগাদ বিবাদে জড়ালে বাণী মাধুর্য বজায় রাখুন।
মীন
১) দাম্পত্য জীবনে আনন্দ থাকবে।
২) অহংকারী ব্যক্তির সঙ্গে প্রতিযোগিতা করবেন না।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply