চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) দিনের প্রথম অংশ অনাবশ্যক দৌড়ঝাঁপে কেটে যাবে। দুপুরের পর সঠিক পরিণাম পাবেন।
২) ঋণ নেওয়া বা অন্যান্য আর্থিক কাজের জন্যও আজকের দিনটি উপযুক্ত।
বৃষ
১) চাকরিজীবীরা তাড়াহুড়োয় ভুল কাজ করে ফেলবেন।
২) অধিক পরিশ্রমের ফলে আর্থিক লাভ অর্জন করতে পারবেন।
মিথুন
১) পরিকল্পনা মাঝপথে আটকে যেতে পারে।
২) দুপুরে কম আয়ের আশা। ব্যয় একই থাকবে।
কর্কট
১) দুপুরের আগে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করুন। তার পর সাফল্য লাভ না-ও করতে পারেন।
২) ছোটখাট গাফিলতির কারণে বড়সড় সমস্যা হতে পারে।
সিংহ
১) শারীরিক দিক দিয়ে সুস্থ থাকায় কর্মক্ষেত্রে লাভ হবে। প্রতিযোগিতা বেশি হওয়া সত্ত্বেও আপনার লাভের সম্ভাবনা কোনও অংশেই কমবে না।
২) সময়ের মধ্যে ও প্রয়োজনের চেয়ে বেশি অর্থ আগমন হবে। তবে ভুল বা ঋণ নেওয়ার কারণে বিবাদ বাধতে পারে। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
কন্যা
১) পারিবারিক জটিলতার কারণে কর্মক্ষেত্রেও চিন্তিত থাকবেন।
২) মানসিক অস্থিরতার কারণে খোলাখুলি কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না।
তুলা
১) গরম মেজাজের কারণে ছোটখাট কথাকেও গম্ভীর ভাবে বিশ্লেষণ করবেন। যার ফলে সম্পর্কে তিক্ততা দেখা দেবে।
২) কর্মক্ষেত্রে সহকর্মীদের কর্মকৌশল পছন্দ করবেন না। কথাবার্তায় ভুল ধরার ফলে কাজে বিলম্ব হতে পারে।
বৃশ্চিক
১) অসুস্থতার কারণে গাফিলতি করবেন, যার ফলে উচিত লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন।
২) পরোপকারের স্বভাব থাকলেও মনের মধ্যে স্বার্থ কাজ করবে। স্বার্থপূর্ণ কাজ আপনি বারণ করতে পারবেন না, আবার অপ্রয়োজনীয় কাজে আপনার কোনও রুচি থাকবে না।
ধনু
১) কোনও বাধার কারণে আপনাদের সংকল্প পূরণ হবে না। তবে পরিশ্রম করতে পিছপা হবেন না।
২) গাফিলতি করলে ভবিষ্যতের লাভের সুযোগ হারিয়ে ফেলতে পারেন।
মকর
১) আর্থিক দিক দিয়ে আজকের দিনে ওঠাপড়া থাকবে। তবে দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য সহজে অর্থ সংস্থান করতে পারবেন।
২) দিনের মধ্যভাগে ব্যবসায়ীদের প্রকল্প পুরো হওয়ায় আর্থিক লাভ হবে।
কুম্ভ
১) দিনের শুরু থেকেই লোকসানের আশঙ্কায় কাজ করতে ভয় পাবেন।
২) আজ কোনও বড়সড় সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়োয় লোকসান হতে পারে।
মীন
১) সামাজিক ও ব্যবসায়িক ক্ষেত্রে আপনার চিন্তাভাবনা সকলে পছন্দ করবে। অন্যেরা আপনার কথাকে অধিক গুরুত্ব দেবে।
২) পরিশ্রম অনুযায়ী লাভ কম হওয়ায় হতাশ হবেন। তবে কোনও না-কোনও ভাবে কাজ চালানোর মতো অর্থ উপার্জন করতে পারবেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply