চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) সন্তানের স্বাস্থ্যোন্নতি হবে।
২) দূরের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে এবং তাঁদের কাছ থেকে কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।
বৃষ
১) হঠাৎই কোনও গুরুত্বপূর্ণ কাজ সামনে আসতে পারে, যার জন্য নিজের ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করবেন।
২) পরিবারের সদস্য বন্ধু ও আত্মীয়দের আর্থিক সাহায্য লাভ করতে পারেন।
মিথুন
১) বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত হবেন। অংশীদারীত্বের কাজের জন্য সময় ভালো।
২) আর্থিক সমস্যার সমাধান হবে।
কর্কট
১) ভাইদের মধ্যে মনোমালিন্য চলতে থাকলে তার সমাধান হবে।
২) ব্যবসা সংক্রান্ত কোনও চুক্তি চূড়ান্ত করলে ভবিষ্যতে লাভান্বিত হবেন।
সিংহ
১) আলস্যের কারণে কাজ বাতিল করতে পারেন।
২) জীবনসঙ্গীর সঙ্গে যাত্রার পরিকল্পনা করে থাকলে বাড়ি থেকে বেরনোর আগে সমস্ত জিনিস ভালো ভাবে যাচাই করে নিন, না-হলে সমস্যায় পড়তে পারেন।
কন্যা
১) পরিবারের বরিষ্ঠ সদস্যদের সহযোগিতা লাভ করবেন।
২) ভবিষ্যৎ পরিকল্পনায় মা-বাবার পথ প্রদর্শন লাভ করবেন।
তুলা
১) আপনার নতুন শত্রু ও বিরোধীরা প্রকাশ্যে আসতে পারেন, সতর্ক থাকুন।
২) পরিবারের কোনও সদস্যের জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করতে পারেন।
বৃশ্চিক
১) বাবা ও বরিষ্ঠদের সহযোগিতা কামনা করবেন।
২) বিবাহযোগ্য জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন
ধনু
১) মনের মধ্যে আশা সঞ্চারিত হবে।
২) চাকরিতে আধিকারিকদের কোনও কথার কারণে মতভেদ উৎপন্ন হতে পারে।
মকর
১) পারিবারিক কাজে অর্থ ব্যয় করবেন।
২) জীবনসঙ্গীর জন্য কোনও উপহার নিতে পারেন।
কুম্ভ
১) ছাত্রছাত্রীরা কঠিন পরিশ্রমের পর সাফল্য লাভ করতে পারবেন।
২) শ্বশুরবাড়ির তরফে মান-সম্মান পাবেন।
মীন
১) কর্মক্ষেত্রে কোনও আধিকারিকের কারণে অবসাদে ভুগতে পারেন।
২) সকাল থেকে জরুরি কাজের মধ্যে ব্যস্ত থাকবেন ।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply