চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।
২) রাতে প্রিয়জনদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।
বৃষ
১) যাত্রায় যাওয়ার আগে ভালো ভাবে চিন্তাভাবনা করে নিন। তা না-হলে পায়ে আঘাত পেতে পারেন।
২) দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এর ফলে মন প্রসন্ন হবে।
মিথুন
১) অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে যান। তখনই অর্থ সঞ্চয় করতে পারবেন।
২) শারীরিক রোগগ্রস্ত থাকলে কষ্ট বাড়তে পারে। তবে সন্ধ্যা নাগাদ তা থেকে স্বস্তি পাবেন।
কর্কট
১) কারও প্রতি নিজের মনে খারাপ অনুভূতি রাখবেন না।
২) মায়ের কাছ থেকে স্নেহ ও ভালোবাসা পেতে পারেন।
সিংহ
১) ভাইদের সহযোগিতায় ব্যবসায় লাভান্বিত হতে পারেন। জীবনসঙ্গীর জন্য উপহার কিনতে পারবেন।
২) সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করবেন।
কন্যা
১) পরিশ্রমের জোরে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে আগত বাধা দূর হবে।
২) মা-বাবা আনন্দিত থাকবেন। তাঁদের সহযোগিতা লাভ করবেন।
তুলা
১) ব্যবসায় আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
২) পরিবারের সমস্ত মনস্কামনা পূরণ হবে।
বৃশ্চিক
১) সন্ধ্যা নাগাদ ধৈর্য ও প্রতিভার জোরে শত্রুদের পরাজিত করবেন। এর ফলে আপনার মন প্রসন্ন থাকবে।
২) ব্যবসায় বিবাদ বাধলে নিজের বাণীর মাধুর্য বজায় রাখুন। তা না-হলে নতুন শত্রু উৎপন্ন হতে পারে।
ধনু
১) শ্বশুরবাড়ির সদস্যদের ভেবেচিন্তে টাকা ধার দিন। তা না-হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে।
২) রোজগারের উদ্দেশ্যে কাজ করছেন যে জাতকরা, তাঁরা সোনালী সুযোগ পেতে পারেন। এর ফলে আপনার মন আনন্দিত হবে।
মকর
১) শ্বশুরবাড়ির সদস্যদের কাছ থেকে সম্মানিত হবেন।
২) কোনও নতুন কাজে লগ্নির পরিকল্পনা করে থাকলে, তার জন্য দিন শুভ।
কুম্ভ
১) পরিবারে বোনের বিয়েতে আগত বাধা সমাপ্ত হবে।
২) বোনের জন্য কোনও ভালো বিবাহ প্রস্তাব পাবেন।
মীন
১) সামাজিক ক্ষেত্রে কাজ করেন যাঁরা, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। এর ফলে তাঁদের জনসমর্থন বৃদ্ধি পাবে।
২) সন্ধ্যা নাগাদ বন্ধুর সঙ্গে পার্টি করবেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply