Danish Kaneria: ‘আফ্রিদি বারবার ধর্ম বদলের জন্য জোর করত’! পাক ক্রিকেটে বৈষম্যের কথা শোনালেন হিন্দু কানেরিয়া

danish kaneria pakistani hindu cricketer reveals shahid afridi asked him to convert

মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে ধর্মীয় বৈষম্যের ফলেই বাইশ গজে তাঁর কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে, বলে জানালেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। প্রাক্তন পাকিস্তানি হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা’ নিয়ে অনুষ্ঠিত কংগ্রেশনাল ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। তিনি বলেছেন, ‘‘আমি হিন্দু ক্রিকেটার বলে আমাকে জোর করে ধর্ম পরিবর্তনের কথা বলত শাহিদ আফ্রিদি। আমি এর বিরোধিতা করলে আমাকে নানাভাবে অপদস্থ করা হত। দলের সবাই যখন ডিনার টেবিলে রয়েছে, সেইসময় আমার সঙ্গে খেত না আফ্রিদির মতো কয়েকজন ক্রিকেটার।’’

যোগ্য সম্মান মেলেনি

পাকিস্তানে তিনি কখনই সমান সম্মান এবং মর্যাদা পাননি, এমনই দাবি কানেরিয়ার (Danish Kaneria)। ২০০০ সালে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে অভিষেক হওয়া কানেরিয়া ৬১টি টেস্ট ম্যাচে ২৬১টি উইকেট নেন। তিনি বলেন, ‘‘আমি অনেক বৈষম্যের শিকার হয়েছি, এবং আমার কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। পাকিস্তানে আমাকে যে সম্মান প্রাপ্য ছিল, তা পাইনি। এই বৈষম্যের কারণেই আমি আজকে আমেরিকায় আছি। আমরা এখানে এসেছি, সচেতনতা তৈরি করতে এবং যুক্তরাষ্ট্রকে জানাতে যে আমরা কতটা ভোগান্তির শিকার, যাতে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়।’’ তিনি আরও বলেন, ‘‘শাহিদ আফ্রিদি ছিল সেই ব্যক্তি, যে আমাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে বলেছিল। তিনি অনেকবার আমাকে এই প্রস্তাব দেন।’’

অন্যায়ভাবে দল থেকে বাদ দেওয়া হয়

কানেরিয়া (Danish Kaneria) আরও জানান, ‘‘আফ্রিদি আমাকে মানসিকভাবে নানা হেনস্থা করত। কিন্তু আমার পাশে থাকত ইনজামাম। ইনজি আমাকে সবসময় আগলে রাখত। ইনজি মানুষ হিসেবেও খুব উদার মনের। পাকিস্তানের একমাত্র অধিনায়ক যিনি আমার পাশে ছিলেন। এমনকী শোয়েব আখতারও আমাকে সমর্থন করে এসেছে। ওঁদের ব্যবহারই ছিল অন্যরকম। বড় ক্রিকেটার, বড় মনের মানুষও।’’ কানেরিয়া ছিলেন পাকিস্তানের সেইসময়ের একমাত্র হিন্দু ক্রিকেটার। তিনি সুরাটে জন্মগ্রহণ করা স্পিনার। কানেরিয়া শুধু আফ্রিদি নয়, পাক বোর্ডের কর্তাদেরও আক্রমণ করেছেন। নামী প্রাক্তন স্পিনার বলেন, ‘‘আমাকে অন্যায়ভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। আমার যা রেকর্ড ছিল, এমনি দল থেকে বাদ দিতে পারতেন না কর্তারা। সেইজন্য নানা কারণ দেখিয়ে আমাকে ছেঁটে ফেলেছেন। এটা ভারতে কোনওদিন হয়নি। ভারতে মুসলিম ক্রিকেটারদের সম্মান ও শ্রদ্ধা দুটিই দেখানো হয়।’’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share