Delhi Assembly Election 2025: মহিলাদের ২৫০০ টাকা মাসিক ভাতা, দিল্লি নির্বাচনের ইস্তাহারে নানা চমক বিজেপির

sne4kdl_jp-nadda_625x300_17_January_25

মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্রের প্রথম ভাগ প্রকাশ করল বিজেপি। ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে রয়েছে নির্বাচন। তার আগে শুক্রবার প্রথম দফার ইস্তাহার (BJP Manifesto) প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ইস্তাহার প্রকাশের সঙ্গে সঙ্গেই দিল্লির শাসকদল আম আদমি পার্টিকেও (Aam Aadmi Party) তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপির নির্বাচনী ইস্তাহারে মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা রয়েছে। তারা ক্ষমতায় এলে এই সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে দাবি করা হয়েছে।

ইস্তাহারে মহিলা সমৃদ্ধি যোজনা

মধ্যপ্রদেশে বিজেপির জয়ের নেপথ্যে অন্যতম কারণ ছিল ‘লাডলি বেহনা’। এবার দিল্লি নির্বাচনের আগে বিজেপির ইস্তাহারে মহিলাদের জন্য থাকল একগুচ্ছ ঘোষণা। শুক্রবার একাধিক প্রকল্পের কথা বলেন দলের সভাপতি জেপি নাড্ডা। যার মধ্যে উল্লেখযোগ্য মহিলাদের জন্য বিশেষ প্রকল্প ‘মহিলা সমৃদ্ধি’ যোজনা। ক্ষমতায় আসার পর দিল্লিতে চালু করা হবে এই প্রকল্প। যেখানে দিল্লির মহিলারা মাসে ২৫০০ টাকা করে পাবেন। এদিন নাড্ডার আরও দাবি, বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে পাশ করা হবে প্রকল্পটি। শুধু তাই নয়, মাত্র ৫০০ টাকা খরচ করলেই গ্যাস সিলিন্ডার পাবেন গরিবরা এবং হোলি ও দিপাবলীতে দু’টি করে সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।

প্রসূতিদের জন্য ঘোষণা

গর্ভবতী মহিলাদের ২১ হাজার টাকা করে দেওয়ার কথাও বলা হয়েছে। গর্ভবতী মহিলাদের জন্যে ৬টি পৌষ্টিক কিটও দেওয়া হবে। দিল্লির মহিলাদের জন্য বাস যাত্রা বিনামূল্যে দেওয়া হবে। দিল্লির মহিলাদের জন্য বাস যাত্রা বিনামূল্যে দেওয়া হবে। শুক্রবার দলের ‘সংকল্প পত্র’ বা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে নাড্ডা বলেন,  ‘দিল্লিতে বর্তমানে যে যে প্রকল্প চলছে বিজেপি ক্ষমতায় এলে সেই সব জারি থাকবে।’

আয়ুষ্মান ভারত নিয়ে ঘোষণা

আয়ুষ্মান ভারতের আওতায় প্রতি পরিবারকে ৫ লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিজেপির তরফে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু নিয়ে নাড্ডা পরিষ্কার বলেন, ‘নির্বাচনে জিতলে সবার আগে সাধারণ মানুষের স্বাস্থ্য সুনিশ্চিত করতে দিল্লিতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার সূচনা ঘটাবে আমাদের সরকার। আপ সরকারের জন্যেই বছর বছর ধরে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দিল্লির জনগণ।’ মূলত মহিলা, যুব ও প্রবীণ নাগরিকদের জন্যে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির ইস্তাহারে। নাড্ডা জানান, দিল্লিতে কেন্দ্রের বিজেপি সরকারের যে প্রকল্প চলছে, তা আগের মতোই চলবে। আপকে আপদ কটাক্ষ করে সমস্ত স্তরে দুর্নীতির অবসান ঘটানো হবে বলে আশ্বাস দেন নাড্ডা। 

অটল ক্যান্টিন যোজনা

দিল্লিতে ক্ষমতায় এলে ৬০ থেকে ৭০ বছরের বৃদ্ধদের ২০০০ টাকার পরিবর্তে ২৫০০ টাকা করে পেনশন দেওয়া হবে। বৃদ্ধারা পাবেন ৩০০০ টাকা করে। এছাড়াও সত্তরোর্ধ্ব প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও বিশেষভাবে সক্ষমদের ২৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা পেনশন দেওয়া হবে। পাশাপাশি, অটল ক্যান্টিনের মাধ্যমে ঝুপড়িবাসীদের জন্য ৫ টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা চালুর আশ্বাস দেওয়া হয়েছে। নাড্ডার দাবি, ২০১৪ সালে ৫০০টি প্রতিশ্রুতির মধ্যে ৪৯৯টিই বিজেপি পূরণ করেছে। ২০১৯ সালে ফের লোকসভা ভোটে জিতে ২৩৫টির মধ্যে ২২৫টিই পূরণ করেছে বিজেপি। বাকিগুলিও বাস্তবায়ন করার প্রক্রিয়া চলছে বলে দাবি করেন নাড্ডা। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share