Price Hike: গণেশ পুজোয় অগ্নিমূল্য ফল-ফুলের দাম, কেমন রয়েছে বাজারদর?

Kolkata: ফলের দাম আকাশছোঁয়া! ফুলের মালায় হাতে ছ্যাঁকা মধ্যবিত্তের
DSC_0911-transformed
DSC_0911-transformed

মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিমূল্য বাজারের জেরে মাসের দ্বিতীয় সপ্তাহেই পকেট ফাঁকা হওয়ার জোগাড়। উপলক্ষ– বিশ্বকর্মা, রান্না পুজো ও গণেশ পুজো। এক লাফে সবুজ শাক সবজি এবং ফলমূলের বাজার অনেকটাই চড়ে গিয়েছে। বিশ্বকর্মা পুজোর দিনে কলকাতার বাজারে চড়া দরে বিকিয়েছে ফল। রেকর্ড দামে বিক্রি হচ্ছে শশা, কলা, পেয়ারা, লেবুর মতো ফল। শশার প্রতি কেজিতে দাম রয়েছে ৮০-১০০ টাকা। রেকর্ড দামে বিক্রি হচ্ছে আপেল, লেবুও। পাশাপাশি জামরুল, আঙুরে হাত ঠেকানো দায়।

ফলের দাম জানেন

আজ আবার গণেশ পুজো। তাতেও ফল তো দরকারই। দাম যা-ই হোক তা-ও কিনতে বাধ্য হচ্ছেন সকলে। এদিন কলকাতা ও শহরতলির বাজারে পেয়ারা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি দরে। রীতিমতো হাতে তীব্র দামের ছ্যাঁকা দিচ্ছে জামরুল। ৪৫০- ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জামরুল। নাসপাতি তুলনামূলক সস্তা দামে বিকোচ্ছে। নাসপাতির প্রতি কেজিতে দাম রয়েছে ১০০-১৫০ টাকা। ফলের খুচরো বাজারে শহরতলিতে বেদানার কেজি রয়েছে ২০০ টাকা। এছাড়া আঙুরের প্রতি কেজিতে দাম ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০০- ৩৫০ টাকা।

গণেশ পুজোতে ফুলের বাজারও আগুন

বিগত কয়েক বছর ধরে বাংলায় মায় শহর কলকাতা, গণেশ পুজো বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ফুলের দামও। সাধারণ গাঁদা-রজনীগন্ধার মালা স্বাভাবিকের তুলনায়  ২-৩ গুণ দরে বিকোচ্ছে। হাওড়ার ফুল ব্যবসায়ীদের মতে, উৎসবের মরশুমে এমনিতে দাম চড়া থাকে। তার ওপর গত কয়েকদিন ধরে নিম্নচাপের বৃষ্টির ফলে, ফুলের দাম আরও বেড়ে গিয়েছে। ফুলেও হাত ঠেকানো যাচ্ছে না। ১৫ টাকার মালা ২৫ টাকা, ২৫ টাকার মালা বিকোচ্ছে ৫০ টাকায়।

আরও পড়ুুন: লেগেছে ঠোকাঠুকি, আগমনীর আগেই বিসর্জনের সুর ইন্ডি জোটে!

সবজিতে হাত দেওয়া যাচ্ছে না

সবজি বাজারেও হাত দেওয়া যাচ্ছে না। সাধারণ আলু, পটল, লাউ, বেগুনের দাম অন্য দিনের তুলনায় বেশি বলে জানাচ্ছেন ক্রেতারা। প্রয়োজনের অর্ধেক আনাজপাতি ও পুজোর উপকরণ কিনে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। সোমবার গিয়েছে বিশ্বকর্মা পুজো। আগের দিন আবার রান্না পুজো। রান্না পুজোর মূল উপকরণ চিংড়ি ও ইলিশ মাছ কিনতে গিয়ে হাত পুড়ছে খাদ্য রসিক এপার বাংলার গৃহস্থের। গত ২ দিন মাছের দরও ছিল আকাশছোঁয়া। ২০- ২২ টাকা কেজি দরে কেনা যাচ্ছে জ্যোতি আলু। পটলের কেজি রয়েছে ৬০ টাকা। তুলনামূলক সস্তা হয়েছে টমেটোও। মাত্র এক মাস আগেই টমেটোর দামে গেল গেল রব উঠেছিল। তা এখন শান্ত। ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো। কাঁচা লঙ্কার প্রতি ১০০ গ্রামের দাম রয়েছে ১০ টাকা। এই দাম দেড় মাস আগে ছিল ২৫-৩০ টাকার আশেপাশে। 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles