Hardik Pandya: দলবদল নিয়ে হয়েছিল বিতর্ক, এবার গোটা আইপিএলেই অনিশ্চিত হার্দিক?

hardik-pandya-ipl

মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2024) শুরু হওয়ার আগেই জোড়া ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। চোটের কারণে আইপিএলের আসন্ন মরশুমে নাও খেলতে পারেন দলের নির্ভরযোগ্য ব্যাটার তথা টি২০ স্পেশালিস্ট সূর্যকুমার যাদব বলে শুক্রবারই খবর প্রকাশিত হয়েছিল। শনিবার জানা গেল, একা সূর্য নন, আসন্ন আইপিএলে হয়ত খেলতেই পারবেন না মুম্বইয়ের সদ্য নিযুক্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া-ও (Hardik Pandya)। জানা যাচ্ছে, গোড়ালির চোটের জন্য গোটা প্রতিযোগিতা থেকেই হয়ত বাদ পড়তে পারেন তিনি। কয়েকদিন আগেই, ট্রেডিংয়ের মাধ্যমে গুজরাট থেকে তাঁকে নেয় মুম্বই। শুধু তাই নয়, রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বইয়ের অধিনায়ক ঘোষণা করা হয়। সেই নিয়ে বিতর্কের আগুন এখনও জ্বলছে। তার মধ্যেই হার্দিকের আইপিএল খেলায় অনিশ্চয়তা নতুন বিতর্কের জন্ম দিল। এই পরিস্থিতিতে বেজায় ফাঁপড়ে তাঁর ফ্রাঞ্চাইজি।

বিশ্বকাপের সময় লেগেছিল চোট

বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে গোঁড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। যার জেরে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন। এখনও রিহ্যাবে রয়েছেন হার্দিক। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেই চোট এখনও পুরোপুরি সারেনি। এই কারণে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে নেওয়া হয়নি তাঁকে। এখন জানা যাচ্ছে, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও হয়তো খেলতে পারবেন না তিনি। শুধু তাই নয়। অনিশ্চয়তা রয়েছে আইপিএলে (IPL 2024) খেলা নিয়েও।  

মার্চ-এপ্রিলে বসছে আইপিএলের আসর

আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে আইপিএলের আসর বসার কথা। কিন্তু, এই সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে এতটা ওয়ার্কলোড নেওয়ার মতো পরিস্থিতিতে থাকবেন না হার্দিক, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় বোর্ডের এক সূত্র জানিয়েছে, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ক্রিকেটে কবে ফিরবেন তা নিয়ে এখনও কোনও আপডেট নেই। এদিকে, হার্দিকের অনুপস্থিতিতে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং প্রোটিয়াদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় টি-২০ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু প্রোটিয়া সফরে গিয়ে পায়ে চোট পেয়েছেন সূর্যও। তিনি আবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই খেলেন। ফলে, সব মিলিয়ে এখন প্রবল চাপে মুকেশ আম্বানির দল (IPL 2024)।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share