মাধ্যম নিউজ ডেস্ক: পদ একটা। অথচ পদের দাবিদার চারজন। কিংবা তারও বেশি। তাই হিমাচল প্রদেশে বিপুল জয় পেয়েও স্বস্তিতে নেই কংগ্রেস (Congress)। সমস্যা মেটাতে শুক্রবারই বৈঠকে বসেছে হিমাচল প্রদেশ কংগ্রেস।
মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে…
হিমাচল প্রদেশ বিধানসভার আসন সংখ্যা ৬৮। প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদলায় এখানে। গত টার্মে হিমাচল প্রদেশের ক্ষমতায় ছিল বিজেপি (BJP)। তার আগের বার কংগ্রেস। সেই কংগ্রেসই এবার নির্বাচনে (HP Election) ৪০টি আসন নিয়ে ফিরে এসেছে ক্ষমতায়। তার পরেই কাকে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর পদ, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আপাতত চারটি নাম শোনা যাচ্ছে। এই তালিকায় সবার ওপরে রয়েছে যে নামটি, সেটি হল দলের রাজ্য সভাপতি প্রতিভা সিং। প্রয়াত কংগ্রেস নেতা বীরভদ্র সিংয়ের স্ত্রী তিনি। প্রতিভার ছেলে তথা বিধায়ক বিক্রমাদিত্য সিংয়ের নামও শোনা যাচ্ছে। বিজেপি শাসনে বিরোধী দলনেতা ছিলেন মুকেশ অগ্নিহোত্রী। তাই তাঁর নামও রয়েছে তালিকায়।
আরও পড়ুন: ‘ভূপেন্দ্র যাতে রেকর্ড ভাঙতে পারে, তাই কঠোর পরিশ্রম করেছিল নরেন্দ্র’, বললেন মোদি
মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে উঠে আসছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এবার নির্বাচনী প্রচার কমিটির প্রধান সুখবিন্দর সিং সুখুর নামও। মুখ্যমন্ত্রী পদের দাবিদার কংগ্রেস নেত্রী আশা কুমারীও। যদিও তিনি হেরে গিয়েছেন। তবে তাঁকে মুখ্যমন্ত্রী করা হলে ছ মাসের মধ্যে কোনও একটি আসন থেকে জিতে আসতে হবে। কংগ্রেস নেতা আনন্দ শর্মাও মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার। জানা গিয়েছে, বৈঠক বসেছে সিমলায়। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দুজন পর্যবেক্ষকও পাঠিয়েছেন। এদিনই সিমলায় পৌঁছেছেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও কংগ্রেসের শীর্ষ নেতা ভূপিন্দর হুডা। কংগ্রেস নেতা রাজীব শুক্ল বলেন, মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস হাইকমান্ড। বিজেপির বিধায়ক ভাঙানোর চেষ্টা সফল হবে না। তিনি বলেন, কংগ্রেসের কাছে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৩৫ জনের থেকেও পাঁচজন বেশি বিধায়ক রয়েছেন।
কংগ্রেস সূত্রে খবর, হিমাচলে (HP Election) ব্রাহ্মণ কিংবা ঠাকুর সম্প্রদায়ের মধ্যে থেকে কাউকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। ঠাকুর হলে মুখ্যমন্ত্রী হতে পারেন প্রতিভা সিং কিংবা সুখবিন্দর সিং। আর ব্রাহ্মণ হলে মুখ্যমন্ত্রী হচ্ছেন মুকেশ অগ্নিহোত্রী। সেক্ষত্রে ঠাকুর সম্প্রদায়কে তুষ্ট করতে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে বিক্রমাদিত্যকে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply