ICC Champions Trophy: ট্রফির লক্ষ্যে আজ দুবাইয়ের বিমানে চাপলেন রোহিতরা

ICC Champions Trophy

মাধ্যম নিউজ ডেস্ক: মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি। শনিবার দুবাইগামী বিমানে উঠছে ভারতীয় দল। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবেন রোহিত শর্মা অ্যান্ড কোং। তার আগে দিনচারেক দুবাইয়ের পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং প্রস্তুতি সারবেন রোহিত-কোহলিরা। এরপর রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ।

সরাসরি টুর্নামেন্টে রোহিতরা

দুবাইয়ে কোন ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে না ভারত। সরাসরি টুর্নামেন্টে নামবে। গৌতম গম্ভীর, রোহিত শর্মাদের বিশ্বাস, দল খেলার মধ্যে রয়েছে। ইংল্যান্ড সিরিজে প্রস্তুতিও ভালো হয়েছে। সাফল্যের ধারাটা আইসিসি টুর্নামেন্টে বজায় রাখার পালা এবার। অধিনায়ক রোহিত স্বীকার করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন ফর্ম্যাট। একটা ম্যাচের উনিশ-বিশে যে কোনও সময়ে স্বপ্নভঙ্গ হতে পারে। অথচ সতর্কভাবে প্রতিটি ম্যাচে পদক্ষেপ ফেলায় জোর দিতে হবে। ফোকাস পুরোপুরি বাইশ গজে রাখতে হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও ঠিক সেটাই চাইছে। ফলস্বরূপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিবার-বন্ধুবান্ধব, ব্যক্তিগত সচিব, রাঁধুনি নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাঁচজন স্পিনার কেন

অস্ট্রেলিয়া সফরের বিপর্যয়, সাজঘরের পরিবেশ নিয়ে বিতর্কের পর ১০ দফা বিধিনিষেধ আনার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। গত ইংল্যান্ড সিরিজেও যা বলবৎ করা হয়েছিল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা আরও কড়াকড়ি করা হচ্ছে। বোর্ডের নিয়মের জাঁতাকলে স্বয়ং ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীরও। অন্যদিকে ইতিমধ্যেই দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুবাইতে পাঁচ স্পিনার নিয়ে যাচ্ছে ভারতীয় দল। স্কোয়াডে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দর। দল নির্বাচন প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আমি বুঝতে পারছি না কী কারণে দুবাইয়ে পাঁচজন স্পিনার নেওয়া হয়েছে। অথচ যশস্বী জয়সওয়ালকে বসিয়ে দেওয়া হয়েছে। লম্বা সফরের জন্য তিন-চারজন স্পিনার নেওয়া হয়ে থাকে, কিন্তু পাঁচজন স্পিনার দুবাইয়ের জন্য একটু বেশিই মনে হচ্ছে।’ তাঁর প্রশ্ন দুবাইয়ের পিচে অতিরিক্ত স্পিনারের বদলে ব্যাটিংয়ে জোড় দিলে ভালো হত। অতিরিক্ত ব্যাটসম্যান প্রয়োজন ছিল।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share