Ibrahim Zadran: ‘‘এই জয় উৎসর্গ করলাম…’’! পাক-বধ করে ‘বোমা’ ফাটালেন ম্যাচের নায়ক জাদরান

zadran

মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানকে হারানোর পর (Afghanistan Beats Pakistan) একেবারে সরাসরি পাক সরকারকে আক্রমণ করলেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

ম্যাচের সেরা জাদরান

সোমবার, চেন্নাইয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আফগানিস্তান (Afghanistan Beats Pakistan)। এই প্রথম একদিনের ম্যাচে পাকিস্তানকে পরাস্ত করল আফগানরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। এই জয়ে বড় ভূমিকা পালন করেন জাদরান। ওপেন করতে নেমে ১১৩ বলে ৮৭ রান করেন ইব্রাহিম জাদরান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারিতে। গুরবাজের সঙ্গে প্রথম উইকেটে ১৩০ রানের পার্টনারশিপ করে আফগানিস্তানের জয়ের ভিত তৈরি করে দেন জাদরান (Ibrahim Zadran)। ফলস্বরূপ ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।

কী ‘বোমা’ ফাটালেন আফগান ব্যাটার?

খেলার পর ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘বোমা’ ফাটান এই আফগান ব্যাটার। কোনওরকম রাখঢাক না করেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার রামিজ রাজার প্রশ্নের প্রেক্ষিতে জাদরান স্পষ্টত বলে দেন, আফগানিস্তানের যে শরণার্থীদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে পাকিস্তান, তাঁদের ম্যাচের সেরা পুরস্কার উৎসর্গ করছেন। জাদরান (Ibrahim Zadran) বলেন, “আমি এই পুরস্কার সেই সব মানুষকে উৎসর্গ করতে চাই, যাঁদের পাকিস্তান থেকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

বহু আফগান শরণার্থীকে বের করে দিচ্ছে পাকিস্তান?

প্রসঙ্গত, পাকিস্তান থেকে অনেক আফগানকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, ২১ অক্টোবর ৩২৪৮ জন আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। মোট ৫১ হাজার আফগান উদ্বাস্তুকে পাকিস্তান থেকে এখনও পর্যন্ত বার করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ১ নভেম্বরের মধ্যে সমস্ত নথিবিহীন শরণার্থীদের পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। যে সিদ্ধান্তের ফলে পাকিস্তানে বসবাসকারী প্রায় ১৭ লাখ আফগান শরণার্থীদের জীবন প্রভাবিত হবে। বিষয়টির তুমুল বিরোধিতা করেছে আফগানিস্তানের তালিবান সরকার।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share