ICC World Cup 2023: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

teamindia_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে যেখানে শেষ করেছিল ভারত।  বৃহস্পতিবার সেখান থেকেই শুরু করল রোহিতরা। তবে খাতায় কলমে বিশ্বকাপ হলেও শ্রীলঙ্কার ব্যাটিংকে ক্লাব স্তরে নামিয়ে আনল শামি, সিরাজ, বুমরারা। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে এই মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এদিন সেই শ্রীলঙ্কাকেই ৫৫ রানে অলআউট করে ৩০২ রানের বিশাল জয় পেল টিম ইন্ডিয়া। একই সঙ্গে বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে চলে গেল ভারত। এ বারের প্রতিযোগিতায় সাতটির মধ্যে সাতটি ম্যাচেই জিতল তারা। ভারতের পয়েন্ট হল ১৪। পরের দু’টি ম্যাচে হারলেও ভারত এক থেকে চারের মধ্যে কোনও একটি জায়গায় নিশ্চিত ভাবেই শেষ করবে। 

দুরন্ত ছন্দে ভারত

টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন মেন্ডিস। ঘরের মাঠে রান পেলেন না রোহিত শর্মা (৪)। অধিনায়ক ম্যাচের দ্বিতীয় বলেই আউট হন। কিন্তু ভারত তো এবার দল হিসেবে খেলছে। রোহিত পারলেন না তো কি হয়েছে ইনিংস গড়লেন গিল ও কোহলি। শ্রীলঙ্কার ফিল্ডারদের কার্যত দাঁড় করিয়ে রেখে তাঁদের শট ছুটল বাউন্ডারির দিকে। দর্শক হয়ে দেখতে হল প্রতিপক্ষের বোলারদের। ২২ গজের কোথায় বল ফেললে কোহলি, শুভমনের আগ্রাসনে রাশ টানা যাবে, তা ঠাওর করতেই পারল না শ্রীলঙ্কা। অল্পের জন্য দুজনেই শতরান হাতছাড়া করেন। কোহলি ৮৮ ও গিল ৯২ রান করেন। রান পেলেন শ্রেয়সও। ভারতীয় ব্যাটারদের মধ্যে এক মাত্র তিনিই রান পাচ্ছিলেন না। ঘরের চেনা মাঠে চেনা মেজাজে দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে।

শামি-সিরাজ-বুমরার গোলা

ভারতের ৩৫৭ রান তাড়া করতে নেমে অন্ধকার ঘনিয়ে এল সিংহলী শিবিরে। ১৪ রানে ৬ উইকেট, ভাবা যায় না। ২০ ওভারের মশলা ম্যাচেও এমন স্কোর বোর্ড দেখা যায় না। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি— তিন জনে যেন ইচ্ছামতো আউট করলেন শ্রীলঙ্কার ব্যাটারদের। শ্রীলঙ্কার ইনিংসের প্রথম বলেই উইকেট তুললেন বুমরা। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুললেন সিরাজও। আবার নবম ওভারে বল করতে এসে প্রথম ওভারেই দু’টি উইকেট তুলে নিলেন শামি।

অ্যাঞ্জেলো ম্যাথেউসের উইকেট তুলে নিয়ে জাহির খানকে স্পর্শ করলেন মহম্মদ শামি। ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় জাহিরকে (৪৪টি উইকেট) ছুঁলেন শামি। এই ম্যাচে ফের পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা শামি।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share