মাধ্যম নিউজ ডেস্ক: সাতে সাত করার লক্ষ্যে মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। টসে জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। রোহিত অবশ্য টস জিতলে ব্যাটিংই করতেন বলে জানান। অপরিবর্তিত দল নিয়েই এদিন মাঠে নামে ভারত। শুরুতে রোহিত শর্মার উইকেট দ্রুত পড়লেও কোহলি ও গিল খেলা ধরেন। শেষে শ্রেয়সের ঝড়ো ইনিংসে শ্রীলঙ্কার সামনে রানের পাহাড় গড়ে ভারত। জিততে গেলে শ্রীলঙ্কাকে ৩৫৮ রান করতে হবে।
শতরান পেলেন না শুভমন
চলতি বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচে ডেঙ্গির জন্যে খেলতে পারেননি শুভমন গিল। পাকিস্তান ম্যাচে ফেরার পর থেকে একটিই অর্ধশতরান পাওয়া গিয়েছে তাঁর ব্যাট থেকে। বৃহস্পতিবার দাপুটে খেলে অর্ধশতরান করার পর থেকেই সকলে অপেক্ষা করছিলেন শুভমনের শতরানের। বিশেষত যেখানে গ্যালারিতে সারা এবং শচীন তেন্ডুলকর হাজির। শুভমন খেলছিলেনও সে ভাবেই। কিন্তু ৯২ রানের মাথায় খারাপ শট খেলে ফিরলেন শুভমন। বিশ্বকাপের শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার শুভমনের শতরান এল না ঠিকই, কিন্তু আগ্রাসী খেলে মন জয় করে নিলেন ভারতের ওপেনার। আউট হয়ে শুভমন সাজঘরে ফেরার সময় উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন শচীন কন্যা সারা।
A superb 92-run knock by Shubman Gill comes to an end!
A fine innings that from the #TeamIndia opener 👏👏
India 193/2 after 30 overs. #CWC23 | #MenInBlue | #INDvSL pic.twitter.com/tfotB5X7Fa
— BCCI (@BCCI) November 2, 2023
শচীনের শতরান ছুঁতে পারলেন না কোহলিও
শচীন তেন্ডুলকরের সামনেই তাঁর রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। কিন্তু সেটা পারলেন না তিনি। শতরান থেকে ১২ রান দূরে থেমে গেলেন বিরাট। দিলশান মদুশঙ্কের বলে ক্যাচ দিলেন তিনি। বিরাট বৃহস্পতিবার ব্যাট করতে নামেন ম্যাচ শুরুর তৃতীয় বলে। খেললেন ৯৪ বল। ৮৮ রান করে আউট হলেন বিরাট। শুরুর দিকে কিছুটা নড়বড়ে লাগছিল বিরাটকে। নিজের বলে তাঁর ক্যাচ ফেলেছিলেন দুষ্মন্ত চামিরা। গোটা ম্যাচে আর সুযোগ দেননি তিনি। শুভমনের সঙ্গে সিঙ্গলস নিয়ে গড়ছিলেন জুটি। কিন্তু শুভমন ৯২ রান করে আউট হওয়ার পরেই প্যাভিলিয়নের পথ ধরেন বিরাটও।
8⃣8⃣ runs
9⃣4⃣ deliveries
1⃣1⃣ foursWell played, Virat Kohli! 👏👏#TeamIndia 196/3 #CWC23 | #MenInBlue | #INDvSL pic.twitter.com/gcEO1QhVgv
— BCCI (@BCCI) November 2, 2023
রান পেলেন শ্রেয়স
মুম্বইয়ের ক্রিকেটারের কাছে চোটের জন্য এক সময় বিশ্বকাপে খেলাটাই ছিল ধোঁয়াশায় ঢাকা। তবে ফিরে দুরন্ত ছন্দে। মাত্র ৫৬ বলে ৮২ রান করলেন শ্রেয়স। গিল ও কোহলি ফেরার পর ভারতীয় ইনিংসকে রানের পাহাড়ে চড়িয়ে দিলেন শ্রেয়স আইয়ার। ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮২ রান করে আউট হন শ্রেয়স। কসুন রাজিথাকে ১০৬ মিটারের ছক্কা মারলেন। যা চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় ওভার বাউন্ডারি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ভারত তোলে ৩৫৭ রান।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply