India vs Zimbabwe: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের, জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারালেন শুভমনেরা

parliament_-_2024-07-13T203039949

মাধ্যম নিউজ ডেস্ক: সিরিজের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে জিম্বাবোয়ের (India vs Zimbabwe) কাছে হেরে গিয়েছিলেন শুভমনরা। তারপরই কাম-ব্যাক। বিশ্বজয়ী তাঁরা। ভালো খেলতেই হবে, এই প্রত্যয় নিয়েই পরের তিনটে ম্যাচে দাপটে জয় টিম ইন্ডিয়ার। শনিবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (T20 International) চতুর্থ খেলায় জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০ উইকেটে জিতল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল মেন ইন ব্লু-এর তরুণ ব্রিগেড। 

অভিষেক তুষার দেশপাণ্ডের (India vs Zimbabwe)

শনিবার হারারে স্পোর্টস ক্লাবের মাঠে (India vs Zimbabwe) টসে জিতে বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শুভমান গিল। মারুমানি (৩২), সিকন্দর রাজা (৪৬)-দের ব্যাটে ভর করে জিম্বাবোয়ে ২০ ওভারে ৭ উইকেট ১৫২ রান তোলে। ভারতীয় বোলারদের মধ্যে খলিল আহমদ ২টি উইকেট পান। এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রানের মাইলস্টোন স্পর্শ করলেন রাজা। ভারতের হয়ে এদিন অভিষেক হল তুষার দেশপাণ্ডের। মুম্বইয়ের জোরে বোলার অবশ্য তেমন নজর কাড়তে পারলেন না।  ৩ ওভার বল করে ৩০ রানে ১ উইকেট নিলেন তুষার।

দুরন্ত ভারত (India vs Zimbabwe)

জিম্বাবোয়ের ১৫২ রানের (India vs Zimbabwe) জবাবে শুভমনেরা কোনও উইকেট না হারিয়ে ১৫.২ ওভারে করলেন ১৫৬ রান। জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে প্রথম থেকেই দ্রুত জয় তুলে নেওয়ার চেষ্টা করেন ভারতীয় ব্যাটারেরা। বিশেষ করে যশস্বী জয়সওয়াল বেশি আগ্রাসী ছিলেন। জিম্বাবোয়ের বোলারদের আক্রমণের মূল দায়িত্ব নেন বাঁহাতি তরুণ। অধিনায়ক শুভমন ২২ গজের অন্য প্রান্ত আগলে ছিলেন। পাওয়ার প্লের ৬ ওভারেই ভারত উইকেট না হারিয়ে তুলে নেয় ৬১ রান। প্রথম দিকে ধরে খেললেও পরে হাত খোলেন অধিনায়কও। আয়োজকদের কোনও বোলারই সমস্যা ফেলতে পারেননি ভারতের দুই ওপেনারকে। দু’জনেই অর্ধশতরান করলেন। শেষ পর্যন্ত যশস্বী খেললেন ৫৩ বলে ৯৩ রানের অপরাজিত ইনিংস। তাঁর ব্যাট থেকে এল ১৩টি চার এবং ২টি ছক্কা। অন্য দিকে শুভমন করলেন ৩৯ বলে ৫৮ রান। অধিনায়কের অপরাজিত ইনিংসে রয়েছে ৬টি চার এবং ২টি ছক্কা। তাঁদের দাপটে ১০ উইকেটে অনায়াসে ম্যাচ জিতে নিল ভারত। সেই সঙ্গে ৩-১-এ সিরিজও জিতে নিলেন শুভমানরা। পঞ্চম টি-টোয়েন্টি (T20 International) এখন শুধুই নিয়মরক্ষার।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share