Indian Passengers Harrassed: খাবার নেই, জল নেই! কুয়েত বিমানবন্দরে ১৩ ঘণ্টা দুর্ভোগের শিকার ভারতীয় যাত্রীরা

kuwait-Airport

মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই থেকে ম্যাঞ্চেস্টারগামী বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে ১৩ ঘণ্টা কুয়েত বিমানবন্দরে (Kuwait Airport) কার্যত বন্দি থাকতে হল ভারতীয় যাত্রীদের (Indian Passengers Harrassed)। অভিযোগ, তাদের জন্য খাবার বা জলের ব্যবস্থাটুকুও করা হয়নি। সাহায্য তো দূর, তাদের লাউঞ্জেও ঢুকতে দেওয়া হয়নি। সমাজমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে কুয়েতের ভারতীয় দূতাবাস (MEA) ক্ষোভে ফেটে পড়ে। তারপর বিমানবন্দরে লাউঞ্জে ঢোকার সুযোগ পান ভারতীয় যাত্রীরা। ঘটনাটি ঘটেছে রবিবার। অবশেষে সোমবার ভোর রাতে সাড়ে তিনটের বিমানে ম্যাঞ্চেস্টারে পৌঁছন ওই যাত্রীরা।

কী ঘটেছিল 

রবিবার মুম্বই থেকে ম্যাঞ্চেস্টারে আসছিল একটি বিমান। কিন্তু আচমকাই ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ, জরুরি অবতরণের পর বিমান পরীক্ষার সাফাই দিয়ে বিমানবন্দরে (Kuwait Airport) ভারতীয় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয় (Indian Passengers Harrassed)। যার জেরেই বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় যাত্রীদের। ইতিমধ্যে বিমান কর্মীদের সঙ্গে যাত্রীদের বাদানুবাদের ভিডিও ভাইরাল হয়। সেখানেই দেখা যায়, দীর্ঘক্ষণ আটকে থাকলেও যাত্রীদের কোনওরকম সাহায্য করা হচ্ছে না। ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে কুয়েত বিমানবন্দরে। ঘটনার (Indian Passengers Harrassed) তীব্র নিন্দা করে কুয়েতের ভারতীয় দূতাবাস (MEA) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে। সেখানে গাল্ফ এয়ারের গাফিলতির অভিযোগ তুলে অবিলম্বে জবাব চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। যদিও এ বিষয়ে সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তৎপর দূতাবাস

যাত্রীদের অভিযোগ, বিমানে থাকা ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, আমেরিকার যাত্রীদেরই থাকার ব্যবস্থা করেছে এয়ারলাইন্স। ভারতীয়, পাকিস্তানি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার যাত্রীদের জন্য কোনও ব্যবস্থা করা হয়নি (Indian Passengers Harrassed)। এমনকী, তাদের হেনস্থাও করা হয় লাউঞ্জে ঢুকতে চাইলে। বিমানবন্দর কর্তৃপক্ষের (Kuwait Airport) তরফে আটকে থাকা যাত্রীদের বলা হয়, ভারতীয়, পাকিস্তানিরা এই ধরনের পরিষেবা পাওয়ার ‘যোগ্য’ নয়। ট্রানজিট ভিসা পাওয়ার অধিকার থাকলে তবেই বিমানবন্দরের বাইরে হোটেলে রাখার ব্যবস্থা করা হবে। এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এমনকী, প্রথম চার ঘণ্টা যাত্রীদের এক বিন্দু জলও দেওয়া হয়নি। কুয়েতে ভারতীয় দূতাবাস (MEA) এই খবর পেতেই তৎপর হয়ে ওঠে। আটকে পড়া ভারতীয় যাত্রীদের (Indian Passengers Harrassed) সাহায্যের জন্য একটি টিম পাঠানো হয়। তারা বিমানবন্দর কর্তৃপক্ষের (Kuwait Airport) সঙ্গে কথা বলে এবং যাত্রীদের দুটি লাউঞ্জে থাকার ব্যবস্থা করে দেয়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share